চ্যাম্পিয়ন্স লিগ
Published : 06 May 2025, 08:12 AM
এক দশকের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার হাতছানি। হারলে নিতে হবে বিদায়। এমন ম্যাচে খেলোয়াড়দের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চান না হান্সি ফ্লিক। ইন্টার মিলানের বিপক্ষে ফিরতি লেগে রাফিনিয়া, লামিনে ইয়ামালদের স্রেফ উপভোগ করতে বললেন বার্সেলোনা কোচ।
সেমি-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার ইন্টারের মাঠে খেলবে বার্সেলোনা। মিলানের সান সিরোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে দুই দফায় পিছিয়ে পড়ে ৩-৩ ড্র করে বার্সেলোনা। ২০১৫ সালের পর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে উঠতে আসছে ম্যাচে জয়ের বিকল্প নেই।
বড় ম্যাচে অনেক সময়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিজ্ঞতা। সোমবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে ফ্লিক বললেন, এই দল নিয়েই চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জিতেছেন তারা।
“আমরা দুটি শিরোপা জিতেছি (মৌসুমে)। প্রত্যেক খেলোয়াড় মাঠে নামলেই উন্নতি করে। এটাই উন্নতির সেরা পরীক্ষা; তারা অনেক কিছু শেখে। এই ম্যাচে চাপ নেওয়া উচিত নয়; তাদের উপভোগ করা উচিত এবং সতীর্থদের সঙ্গে খেলা উচিত। আমরা হাল না ছেড়ে সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”
ম্যাচের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বক্তৃতা দেওয়া বা ভিডিও তৈরির মতো বিশেষ কিছু করবেন কি-না, এমন প্রশ্নে ফ্লিক বলেন, খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চান না তিনি।
“আগের মতোই। আমাদের কালকের (মঙ্গলবার) ম্যাচ উপভোগ করতে হবে। এই পর্যায়ে খেলাটাই দারুণ ব্যাপারে। আমরা ফাইনালে উঠতে পারি। আমি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে চাই না; আমাদের উপভোগ করতে হবে। আমি চাই তারা ঐক্যবদ্ধ থেকে লড়াই করুক।”
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরবেন রবের্ত লেভানদোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকারকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানিয়েছেন ফ্লিক।