অমিতাভ জানালেন, তার ধূমপান, মদ্যপানের অতীত আসক্তির কথা। কীভাবে সেই নেশা ছাড়লেন, জানালেন সে কথাও।
Published : 12 Apr 2023, 12:02 PM
ধূমপান, মদ্যপান বা যে কোনো নেশাই হোক, তা থেকে মুক্তি পেতে চাইলে ধীরে ধীরে সরে আসার কৌশলে কোনো লাভ হয় না, হুট করে ছেড়ে দিতে হয়। ‘নেশামুক্তির’ এই টিপস দিলেন বলিউড শাসন করা অভিনেতা অমিতাভ বচ্চন।
বয়স আশি পেরুনো এ অভিনেতা সম্প্রতি একটি দুর্ঘটনায় আহত হলেও মানসিকভাবে দারুণ ‘সবল’। অসুস্থতার কারণে ‘অবকাশে’ থাকা অমিতাভের সময় কাটছে ব্লগে লেখালেখি করে। এই ব্লগের মাধ্যমে তিনি যোগাযোগ রাখেন অনুরাগীদের সঙ্গে। সেখানে অমিতাভ জানালেন, তার ধূমপান, মদ্যপানের অতীত আসক্তির কথা। কীভাবে সেই নেশা ছাড়লেন, জানালেন সে কথাও।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কর্মজীবনের শুরুতে বিগ বির কলকাতা বাসের কথা অজানা নয়। সে সময় তার মদ্যপানের অভ্যাস শুরু হয়। প্রথমে অল্পস্বল্প হলেও পরে ঘনঘন ‘পানের’ অভ্যাস হয়ে যায়। আসক্তি তৈরি হয় সিগারেটেও।
অমিতাভ লিখেছেন, “যে কোনো নেশাই হুট করে ছাড়তে হয়। যখন ধূমপান করছেন তখন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণা থেকে ফেলে দিয়ে তাকে বিদায় দিন।“
অমিতাভের ভাষ্য, যে অভ্যাস মানুষকে ক্যানসারের মুখে ঠেলে দেয়, সেটা ছেড়ে দেওয়াই উচিত।
“বাজে অভ্যাস যত তাড়াতাড়ি বদলে ফেলা যায়, ততই ভালো। বছরের পর বছর ধরে মদ্যপান করে যাওয়াটা কাজের কথা নয়। এটা যদিও যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি এর সাথে নেই।“
বহু বছর ধরে মদ সিগারেট ছুঁয়ে না দেখা অমিতাভের কণ্ঠে আক্ষেপ “আরও আগে ছাড়লে ভালো হত।“
অমিতাভ জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়মে বেঁধে ফেলেছেন তিনি।
কোভিড মহামারীর সময় থেকে বারবার ভুগছেন অমিতাভ। দুদফা কোভিডে আক্রান্ত হয়ে একবার হাসপাতালেও ঘুরে আসতে হয়েছে তাকে।
মাসখানেক আগে শুটিং ফ্লোরে পা কেটে রক্তারক্তি কাণ্ড ঘটান তিনি।
এছাড়া গত মাসে হায়দরাবাদে সিনেমা ‘প্রজেক্ট কে’ এর অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পাঁজরে চোট পান অমিতাভ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসার পর থেকে তিনি বাড়িতে। মাঝে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একদিনের জন্য কাজে বের হলেও ফের বিশ্রামে ফিরেছেন।
বয়স বিবেচনায় অমিতাভকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। তাই পুরোদমে কাজে ফিরতে সময় লাগবে এ অভিনেতার।
অমিতাভের ‘প্রজেক্ট কে’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।
এছাড়া বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের পরিকল্পনায় ফের আদালতে দেখা যাবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে; এবারের সিনেমা ‘সেকশন ৮৪’।
আরও পড়ুন:
পুরো দমে কাজে ফিরতে সময় লাগবে অমিতাভের
অসুস্থ অমিতাভ বললেন, আসছেন র্যাম্পে
পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ, শ্বাস নিতে কষ্ট
চোটের পর কাজে ফিরলেন অমিতাভ বচ্চন
বাঙালি নির্মাতার ‘সেকশন ৮৪’ সিনেমায় অমিতাভ