“কলকাতা আমাকে জড়িয়ে রেখেছে ভালোলাগায়-ভালোবাসায়, এখনে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি”, বলেন অমিতাভ বচ্চন।
Published : 16 Dec 2022, 05:25 PM
আগামীতে কলকাতাই ভারতীয় চলচ্চিত্রের নতুন ঠিকানা হয়ে উঠবে বলে ধারণা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে যোগ দিয়ে কলকাতকে নিয়ে এই ‘প্রত্যাশার’ কথা বলছিলেন বিগ বি।
বৃহস্পতিবার দক্ষিণ ভারতের নেতাজি ইনডের স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
তার সঙ্গে ছিলেন স্ত্রী জয়া বচ্চন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খান, পরিচালক মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, রানী মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলীসহ অনেকে। তাদেরে সঙ্গে মঞ্চে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীও।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনুষ্ঠানে কলকাতা নিয়ে নস্টালজিক হয়ে যান অমিতাভ।
“আমার চাকরি জীবন শুরু কলকাতা থেকে। জীবনের একটি বড় সময় এই শহরে কাটিয়েছি। এই শহর আমাকে জড়িয়ে রেখেছে ভালো লাগায়-ভালোবাসায়। এখনে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি। আমি মনে করি কলকাতাই হবে চলচ্চিত্রের নতুন ঠিকানা“
অমিতাভ মনে করেন, সিনেমায় আজকাল নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাও কিছুটা হুমকিতে আছে।
লেখক নির্মাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের প্রসঙ্গ তুলে এই সব কিংবদ্ন্তীদের ধ্যানধারণা হৃদয়ে ধারণ করার তাগিদ দেন তিনি।
কাজের ক্ষেত্রে বৈচিত্র্যের আহ্বান জানিয়ে অমিতাভ বলেন, “শিল্পীদের বিভক্ত করে– এমন পার্থক্যগুলোকে গুঁড়িয়ে দেওয়া উচিৎ ।“
উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে অমিতাভ-জয়া অভিনীত ‘কলজয়ী’ সিনেমা অভিমান দেখান হয়। অমিতাভ বচ্চনের ৮০ বছর পূর্তিতে তার প্রতি শ্রদ্ধা জানাকে ১৯৭৩ সালে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি প্রদর্শিত হয়।