এক মাস আগে সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।
Published : 05 Apr 2023, 03:33 PM
সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পাঁজর ও পায়ের আঙুলে চোট পেয়েছিলেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন; ঠিক এক মাস পর কাজে ফিরলেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও ব্যক্তিগত ব্লগে ফের সিনেমার সেটে যোগ দেওয়ার খবর দিয়েছেন ‘বিগ বি’।
শুটিংয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “কাজে ফেরা…কিছুটা খোঁড়ানো ভাব রয়েছে, তবে দ্রুত উন্নতি হচ্ছে।“
গত ৫ মার্চ হায়দরাবাদে নতুন সিনেমা ‘প্রজেক্ট কে’ এর শুটিংয়ে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এআইজি হাসপাতালে।
চিকিৎসা নিয়ে সেখান থেকে মুম্বাইয়ে ফেরেন তিনি। বুকে ব্যান্ডেজ পেঁচিয়ে নিজের বাড়িতেই বিশ্রামে ছিলেন। ঠিক একমাস পর ফের কাজে যোগ দিলেন এই অভিনেতা।
দক্ষিণী সিনেমা নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।
সর্বশেষ ‘উঁচাই’ সিনেমায় বোমান ইরানি, অনুপম খের ও পরিণিতি চোপড়ার সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। গতবছর ‘গুডবাই’ সিনেমাতেও অভিনয় করেন। রাশমিকা মানদানা, নীনা গুপ্ত, পাভেল গুলাটি ও সুনীল গ্রোভারও রয়েছেন সেখানে। এছাড়া অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়ও অভিনয় করেন অমিতাভ। রণবীর কাপুর, আলিয়া ভাট ও নাগার্জুনও রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।
আরও পড়ুন-