‘কোর্টরুম’ কাহিনীর এই সিনেমায় অমিতাভ বচ্চনই মুখ্য চরিত্রে অভিনয় করবেন।
Published : 02 Mar 2023, 11:23 AM
নির্মাতা ঋভু দাশগুপ্তের পরিকল্পনায় ফের আদালতে দেখা যাবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে; এবারের সিনেমা ‘সেকশন ৮৪’।
নতুন সিনেমার খবর বিগ বি নিজেই টুইট করে জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কোর্টরুম’ কাহিনীর এই সিনেমায় অমিতাভই মুখ্য চরিত্রে অভিনয় করবেন।
তবে তিনি আইনজীবী, নাকি বিচারক হচ্ছেন সেটা এখনও স্পষ্ট নয়। এর আগে ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমায় ‘কোর্টরুমে’ পাওয়া গিয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে।
বিগ বির তার টুইটে লিখেছেন, “আবারও সৃষ্টিশীল মানুষটির নতুন উদ্যোগের সঙ্গে শামিল হলাম, এই ধরনের সিনেমা প্রতিবার আমার দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। “
T 4572 - .. a delight once again to be in the company of distinguished creative minds for this new venture , and the challenge it provokes, for me .. #Section84 @ribhudasgupta @RelianceEnt @FilmHangar #SaraswatiEntertainment @jiostudios pic.twitter.com/ggVYMru6PD
— Amitabh Bachchan (@SrBachchan) March 1, 2023
‘সেকশন ৮৪’ হবে ঋভু দাশগুপ্তর সঙ্গে অমিতাভের তৃতীয় কাজ। এর আগে ২০১৪ সালে ঋভুর টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’তে অমিতাভ কাজ করেন। এর দুবছর বাদে ২০১৬ সালে ‘টিইথ্রিএন’ থ্রিলার সিনেমাতেও ঋভু নিয়ে আসেন এই মহাতারকাকে।
নির্মাতা ঋভু দাশগুপ্ত
এক বিবৃতিতে বাঙালি পরিচালক ঋভু বলেছেন,” আবারও বচ্চন স্যারকে পেয়ে আমি আনন্দিত, ধন্য এবং সম্মানিত বোধ করছি।“
এ সিনেমাটি ছাড়াও আগামীতে অমিতাভকে দেখা যাবে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের সাথে ‘গণপথ পার্ট ওয়ান’ ছবিতে।
অমিতাভ বচ্চন
‘প্রজেক্ট কে’ সিনেমাতেও আসছেন তিনি, সেখানে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন ও দক্ষিণী সুপারস্টার প্রভাষ। এছাড়াও নির্মাতা বাল্কির ‘ঘুমার’ সিনেমায় অমিতাভকে দর্শকরা পাবেন একটি ক্যামিও চরিত্রে।
আরও পড়ুন
অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি, কণ্ঠ ব্যবহারে নিষেধাজ্ঞা
জয়া যখন মাছ-ভাত খান, অমিতাভ তখন কী করেন?
ফেলুদা চরিত্র ‘ফিরিয়ে দিয়েছিলেন’ অমিতাভ
অমিতাভের বায়োপিকে অমিতাভ কে হবেন?