কৌন বনেগা ক্রোড়পতি’তে এক প্রতিযোগীর প্রশ্নে জানালেন বিগ বি।
Published : 08 Oct 2022, 12:02 PM
তুমুল ব্যস্ততার মধ্যে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকেও মাঝেমধ্যে নিজের জামাকাপড় নিজেরই কাচতে হয়; শুধু তাই নয়, সেগুলো ইস্ত্রি করে আলমারিতে গুছিয়েও রাখতে হয়।
ভারতে ভারতের জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র চতুর্দশ সিজনে এসে এই কথা জানালেন বিগ বি।
এই শোতে সঞ্চালক হিসেবে প্রশ্ন করাই অমিতাভের কাজ। কিন্তু একটি পর্বে প্রতিযোগী পিঙ্কি জাওয়ারানির কিছু প্রশ্নে অমিতাভের উত্তরে গৃহস্থালিতে তার কাজের খতিয়ান বেরিয়ে এসেছে বলে এনডিটিভি জানিয়েছে।
শো শুরু হলে মধ্যপ্রদেশের ৩৪ বছর বয়সী গৃহিনী পিঙ্কি ৭৯ বছরের অমিতাভকে কিছু মজার প্রশ্ন করেন। এই নারীর কৌতূহল ছিল, সেলিব্রেটিরা কি সাধারণ মানুষের মতো একটি জামা বারবার পরেন? বানিজের জামাকাপড় কি কখনও তাদের নিজেদের ধুয়ে নিতে হয়?
অমিতাভেরও সোজা উত্তর. “হ্যাঁ, এটা ঠিক যে সাধারণত আমাদের একই জামায় একাধিবার দেখা যায় না। কিন্তু কখনও পরতে যে হয় না, ব্যাপারটা তা নয়।”
এরপর পিঙ্কির প্রশ্ন ছিল, “জামাকাপড় নিজের হাতে কাচতে হয়েছে কখনও?”
এমন কথায় হেসেই ফেললেন অমিতাভ, তার উত্তর “অবশ্যই। আমি মাঝেমধ্যেই আমার জামাকাপড় ধুই। পরে সেগুলো ইস্ত্রি করে আলমারিতে তুলেও রাখি। আমরা সিনেমার জগতের মানুষ হলেও আপনাদের থেকে আলাদা নই।”
পিঙ্কির প্রশ্নের ঠেলায় অমিতাভের মনোযোগ ছুটে যাওয়ার যোগাড় হয়।
“হে ভগবান, এই গেমে তো আমার মনোযোগ একেবারের উড়ে গিয়েছে। চতুর্থ প্রশ্নের বদলে আমি এখনআই ‘ফোর্থ ওয়াশিং’ (খেলার আরেকটি ধাপের নাম) বলতে গিয়েছিলাম।
জন্মদিনে ১৭ শহরে ‘অমিতাভ উৎসব’
পরে এনডিটিভিকে পিঙ্কি বলেন, “অমিতাভজির মতন অত বড় মাপের একজন মানুষ সুন্দর করে আমার কথার উত্তর দিয়েছেন, যা সত্যিই ভাবা যায় না। উনি নিঃসন্দেহে একজন হৃদয়বান মানুষ।”
কৌন বনেগা ক্রোড়পতি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টায় সনি টিভিতে প্রচারিত হয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই গেইম শো শুরু হয় ২০০০ সালে স্টার প্লাসে। পরে ২০১০ সাল থেকে সনি টিভিতে প্রচার হওয়া শুরু করে। দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠান সঞ্চালনা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা ।
এদিকে আগামী ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন। জন্মদিন স্মরণীয় রাখতে আয়োজন হচ্ছে চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ‘বচ্চন ব্যাক টু বিগিনিং’ শিরোনামে মুম্বাইয়েরে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং একটি মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর’র উদ্যোগে ওই চার দিন অমিতাভের বাছাই করা ১১টি সিনেমা দেখানো হবে ভারতের ১৭টি শহরে একযোগে।