দেশে ভোটার এখন ১১ কোটি ৯১ লাখ

বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 04:19 AM
Updated : 2 March 2023, 04:19 AM

সতের কোটি মানুষের বাংলাদেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন; যারা এ বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসের সকালে চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করেন। 

দিনটি উপলক্ষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রার আয়োজন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনাররা এবং কমিশনের কর্মকর্তারা অংশ নেন তাতে।

জনশুমারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

গতবছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রকাশ হল চূড়ান্ত তালিকা।

এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।

ছবিসহ ভোটার তালিকা চালুর পর ১৫ বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় সাড়ে তিন কোটি।

একনজরে ভোটার বাড়ার চিত্র

·         ২০০৭-২০০৮: ভোটার প্রায় ৮ কোটি ১০ লাখ

·         ২০০৯-২০১০: ভোটার বেড়েছে ৪৭ লাখ ৭৫ হাজার

·         ২০১১-২০১২: ভোটার বেড়েছে ৭০ লাখ ৭৯ হাজার

·         ২০১৩: ভোটার বেড়েছে ১৮ লাখ ৩০ হাজার 

·         ২০১৪: ভোটার বেড়েছে ১৯ লাখ ৬৮ হাজার 

·         ২০১৫-২০১৬: ভোটার বেড়েছে ১৬ লাখ ৮ হাজার

·         ২০১৭: ভোটার বেড়েছে ১১ লাখ ৪৪ হাজার

·         ২০১৮: ভোটার যোগ হয় ৪৩ লাখ ২০ হাজার

·         ২০১৯-২০: ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার

·         ২০২১: ভোটার বেড়েছে ১৪ লাখ ৬৫ হাজার

·         ২০২২: ভোটার বেড়েছে ১৫ লাখ ৬৬ হাজার

·         ২০২৩: ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন

ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা হল ১১ কোটি ৯০ লাখ।

গেল বছর একসঙ্গে যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে, তারা পর্যায়ক্রমে ভোটারযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হয়ে যাবেন ২০২৪ ও ২০২৫ সালে।