এক বছরে ভোটার বাড়ল সাড়ে ১৫ লাখ

এক বছরের ব্যবধানে দেশে ভোটার বাড়ল সাড়ে ১৫ লাখেরও বেশি। তাতে এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2022, 12:42 PM
Updated : 2 March 2022, 12:45 PM

বুধবার জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, দেশের মোট ভোটারের মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছেন।

এক বছর আগে একই দিবসে প্রকাশিত তালিকা অনুযায়ী, তখন মোট ভোটার ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। 

এস এম আসাদুজ্জামান জানান, ১.৪০ শতাংশ হারে বৃদ্ধিতে এবার ভোটার বেড়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন।