ওই যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও আড়াই হাজার টাকা জব্দ করা হয় বলে র্যাব জানায়।
Published : 25 Apr 2025, 09:27 PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রাম থেকে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে হরমা গ্রামে পদ্মা নদীর পাশের রাস্তার উপরে অবস্থান নেয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের র্যাবের একটি দল। এ সময় রাস্তায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে থামানো হয়। স্থানীয়দের সামনে মোটরসাইকেল চালক ইউসুফ আলীকে (২৬) তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ আটক করা হয়।
আটক ইউসুফের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামে।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানায় র্যাব ৫।