ফসলি জমির মাটি কাটার সংবাদ প্রকাশ করায় হামলা চালানো হয়েছে, অভিযোগ সাংবাদিক রুবেলের।
Published : 26 Apr 2025, 01:14 AM
সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ, সাবেক যুবদল নেতা ও তাদের অনুসারীরা।
বিজয়নগর উপজেলা পরিষদের সামনে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রুবেলকে উপর্যুপরি মারধর করা হয়। তার মাথায় আঘাত করা হয়। মাথায় কেটে গিয়ে রক্তাক্ত হন রুবেল।
বিজয়নগর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, হামলার খবর তারা পেয়েছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
রুবেলের বাড়ি বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে। থাকেন জেলা শহরের দক্ষিণ মৌড়াইল একটি ভাড়া বাসায়।
তার অভিযোগ, ‘নিয়মনীতির তোয়াক্কা না করে’ ফসলি জমির মাটি কাটার সংবাদ প্রকাশ করায় তার ওপর হামলা চালিয়েছেন বিজয়নগর উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়াসহ ৩০/৪০ জন। ‘হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে’ আক্রমণ চালানো হয় বলে তার ভাষ্য।
রুবেল বলেন, অবৈধভাবে মাটি কাটার ঘটনা ও সদ্য বিদায়ী বিজয়নগর থানার ওসি রওশন আলীর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হন কাইয়ুম, মোখলেছুর ও তাদের অনুসারীরা। রাত পৌনে ৮টার দিকে বিজয়নগর থানার দিকে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে অতর্কিত হামলা চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
অভিযোগের বিষয়ে মোখলেছুর রহমান ও কাইয়ুম মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।
মারধরের ঘটনায় ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আনিছ মিয়াও জড়িত বলে অভিযোগ করেছেন সাংবাদিক রুবেল।
তবে আনিছ মিয়া বলেন, “আমি তো দৌড়ে গেছি। ওরা বাড়ির সামনে এসে ঝগড়া করেছে। আমাদের লোকজনকে মারধর করেছে। সেটা তো কিছু বলছেন না।”