“আমরা অনেক কিছু জেনেও সব সময় সতর্ক হই না, সেটা কিন্তু ভুল।”
Published : 25 Apr 2025, 11:58 PM
নিরাপত্তার স্বার্থে ব্যক্তি সতর্কতার কোনো বিকল্প দেখছেন না ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান। নিজের বাড়ির মধ্যে গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার তিন মাস পরে এই অভিনেতা বলেছেন, বাড়ির সবকটি দরজা বন্ধ আছে কী না, সেটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
বর্তমানে পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন হয়েছেন তিনি। সাইফ নিজে এবং পরিবারের সদস্যরা চলাফেরা করছেন নিরাপত্তাকর্মী বেষ্টিত অবস্থায়। ওই দুর্ঘটনা থেকে যে শিক্ষা তিনি নিয়েছেন, সেসব টাইমস অব ইন্ডিয়া তুলে ধরেছে।
নিরাপত্তা নিয়ে সাইফ বলেন, “আমি যা শিক্ষা পেয়েছি, তা হল আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। এবং রাতে বাড়ির সব দরজা বন্ধ রাখতে হবে। আমরা অনেক কিছু জেনেও সব সময় সতর্ক হই না, সেটা কিন্তু ভুল।”
দামি জিনিস বাড়িতে থাকলে সেসব নিয়ে কি করতে হবে তাও পরামর্শ দিয়েছেন সাইফ।
“দামি কিছু থাকলে তা সব সময় আলমারির মধ্যে তালাবদ্ধ করে রাখুন। নিরাপত্তার ব্যবস্থা সব সময়ের জন্য জোরদার করতে হবে আমাদের।”
হাসপাতাল ছেড়ে বাড়ির ফেরার দিনই চোখে পড়েছিল সাইফোর জোরদার নিরাপত্তা ব্যবস্থার দিকে।
এই সুরক্ষা ব্যবস্থা নিয়ে সাইফের কথায়, “আমি কখনোই অতিরিক্ত নিরাপত্তায় বিশ্বাস করতাম না। নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরাফেরাও আমার পছন্দ ছিল না। কিন্তু সময়ের সাথে অনেক ব্যবস্থায় আমার পরিবর্তন এসেছে।”
সাইফ বলেছেন, তিনি উপলব্ধি করেছেন স্ত্রী ও সন্তানদের জন্যও তাকে নিরাপদে থাকতে হবে। আরও ভালো কাজ করতে হবে।”
সাইফ অভিনীত ‘দ্য জুয়েল থিফ’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল পরিচালিত এই সিনেমায় সাইফের সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আওলাওয়াত, নিকিতা দত্ত ও কুনাল কাপুর।
গত ১৬ জানুয়ারি গভীর রাতে শরীরে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সাইফ বাড়ির কাছে লীলাবতীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ভর্তির পর সাইফের শরীর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকরা বলেছিলেন নায়কের শরীরে ছয়টি ক্ষত ছিল। সেগুলোর মধ্যে মেরুদণ্ডের দুই ক্ষতকে বিপজ্জনক বলেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশও বের করা হয়।
ঘটনার পর সাইফের বাসস্থান সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়। তাদের ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয় লোহার জালে।
বিভীষিকা কাটিয়ে উঠে তারা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন সাইফ।
এই হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের শরিফুল ইসলাম শেহজাদকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়েছে।
ওই হামলার পেছনে বড় কোনো উদ্দেশ্য নয়, স্রেফ চুরিকেই কারণ বলে মনে করেন সাইফ।
আরও পড়ুন:
সাইফের ওপর হামলা: প্রশ্ন অনেক, উত্তরও দিলেন নায়ক
সুস্থ হয়ে প্রথমবার প্রকাশ্যে সাইফ, যা বললেন
সাইফের নতুন ছবি সোশাল মিডিয়ায়, হামলার তদন্ত শেষের দিকে
সাইফকে ছুরিকাঘাত: ভুল করে আটক ব্যক্তির বিয়ে ভেঙেছে, গেছে চাকরিও
সাইফকে ছুরিকাঘাত, শেহজাদের আঙুলের ছাপ 'মিলছে না'
প্রথমে চিনতেই পারিনি উনি সাইফ আলী: অটোরিকশা চালক
সিসিটিভির ব্যক্তি কী সাইফের হামলাকারী? পুলিশের অভিযান জোরদার
সাইফের হামলাকারীকে দেখা গেছে বান্দ্রা স্টেশনে
গভীর রাতে নিজের বাড়িতে ছুরিকাহত বলিউড তারকা সাইফ আলী খান
আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর আইসিউতে সাইফ
আর যদি ২ মিলিমিটার গভীরে ঢুকত ছুরি...
গাড়ি না পেয়ে রক্তাক্ত সাইফকে অটোতে হাসপাতালে নেন ইব্রাহিম