ফলে, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে সৌর বায়ুর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা করার সুযোগ পাবে নাসা।
Published : 27 Aug 2024, 02:39 PM
অবশেষে উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ পেল নাসার মঙ্গল গ্রহে পেলোড ও অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটের প্রথম মিশন।
জেফ বেজোস মালিকানাধীন কোম্পানিটি শুক্রবার বলেছে, রকেটের এ অভিষেক ফ্লাইটের উৎক্ষেপণ হতে পারে ১৩ অক্টোবর, যা ‘রকেট ল্যাব’ নির্মিত দুটি যন্ত্রও বহন করবে। ফলে, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে সৌর বায়ুর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা করার সুযোগ পাবে নাসা। নির্মাণকাজ ও মঙ্গল গ্রহে যাত্রার ‘লঞ্চ উইন্ডো’ নির্ধারণে বেশ কয়েক বছরের বিলম্বের পর এটিই নিউ গ্লেন রকেটের প্রথম মহাকাশযাত্রা হতে যাচ্ছে।
এবারের লঞ্চ উইন্ডো ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট আর্স টেকনিকা।
We're going to Mars! 🤩 https://t.co/5OHNy7QETX pic.twitter.com/3hRbseLPEo
— Rocket Lab (@RocketLab) August 23, 2024
মিশনটির উৎক্ষেপণ ঘটতে পারে ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস পোর্টের ‘স্পেস লঞ্চ কমপ্লেক্স ৩৬’ থেকে। নাসার এই কমপ্লেক্সটি ২০১৫ সাল থেকে ব্লু অরিজিন লিজ নিয়ে রেখেছে।
উৎক্ষেপণ প্রস্তুতির জন্য গেল ১৯ অগাস্ট ফ্লোরিডায় পৌঁছেছে নাসার ‘এস্কেইপ অ্যান্ড প্লাজমা অ্যাক্সেলারেশন অ্যান্ড ডাইনামিক্স এক্সপ্লোরার্স মিশন (এস্কাপেড)’ নভোযানটি।
এখন নিউ গ্লেনকে সময়মতো প্রস্তুত করা নিয়ে ‘ব্লু অরিজিন’ চাপে আছে বলে বুধবার উঠে এসেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে। সম্প্রতি কারখানায় দুটি গোলযোগের মুখে পড়েছে কোম্পানিটি, যার ফলে নিউ গ্লেনের দ্বিতীয় ও তৃতীয় ফ্লাইটের সকল হার্ডওয়্যার ধ্বংস হয়ে গেছে। তবে কোম্পানির এক মুখপাত্র বলেছেন, এই বছর নিজের অভিষেক যাত্রা বাস্তবায়নের লক্ষ্যে সঠিক পথেই আছে রকেটটি।