অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও কোম্পানিটি বিখ্যাত হওয়ার আগেই ২০১৮ সালে তা ছেড়ে যান তিনি।
Published : 16 Apr 2025, 04:51 PM
ওপেনএআইয়ের বিরুদ্ধে আনা ইলন মাস্কের মামলায় যোগ দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
মঙ্গলবার প্রকাশ পাওয়া এক চিঠিতে সংস্থাটি লিখেছে, ওপেনএআইয়ের বিরুদ্ধে আনা মাস্কের এমন পদক্ষেপ কীভাবে রাষ্ট্রের জনস্বার্থে কাজ করতে পারে তা খুঁজে পায়নি অফিস।
গত বছর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও কোম্পানিটি বিখ্যাত হওয়ার আগেই ২০১৮ সালে তা ছেড়ে যান তিনি।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান বিরোধের সর্বশেষ মোড় এটি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মাস্কের অভিযোগ, মূলত মানবতার উপকারের জন্য এআই তৈরিতে একটি অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ওপেনএআই। তবে কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে নজর ঘুরিয়েছে ও সেই অবস্থান থেকে সরে এসেছে।
মামলায় মাস্ক যুক্তি দিয়েছেন, কোম্পানিটির অলাভজনক মিশনকে হুমকির মুখে ফেলবে অল্টম্যানের এমন পদক্ষেপ এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেকে এই মামলায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবারের চিঠিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মাস্ক আসলে দেখাতে পারেননি মামলায় তার দাবি বাস্তাবায়িত হলে তা জনসাধারণের কোন উপকারে আসবে। মনে হচ্ছে, ওপেনএআইয়ের দাতব্য বা অলাভজনক বিভিন্ন সম্পদ নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছেন মাস্ক। ফেব্রুয়ারিতে ওপেনএআইয়ের নিয়ন্ত্রণ নিতে ৯ হাজার সাতশ কোটি ডলারের এক অযাচিত দরপত্র জমা দেয় মাস্কের নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের এই চিঠির জবাবে পাঠানো এক চিঠিতে মাস্কের আইনজীবী বলেছেন, ওপেনএআইয়ের জন্য মাস্কের উদ্যোগকে ভুল বুঝেছেন অ্যাটর্নি জেনারেল। কোম্পানিটির অলাভজনক কাঠামো অপরিবর্তিত থাকলে ওপেনএআই কিনতে চান না মাস্ক।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস মাস্কের মামলায় যোগ দিতে অস্বীকৃতি জানালেও এই ইস্যুতে জড়িত রয়েছেন তারা। ওপেনএআই ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বলে এর লাভজনক কোম্পানিতে রূপান্তর অনুমোদন করতে হবে তাদের।
তবে মাস্কের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ওপেনএআই ও অল্টম্যান। মাস্কের আনা মামলাটির দুই পক্ষের বিচার কাজ শুরু হবে ২০২৬ সালের বসন্তে। গত সপ্তাহে এ সিদ্ধান্ত নিয়েছেন মামলার ফেডারেল বিচারক।
২০২৩ সালে ওপেনএআইয়ের প্রতিযোগী স্টার্টআপ এক্সএআই প্রতিষ্ঠা করেন মাস্ক। গত মাসের শেষ দিকে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্স’কে তিন হাজার তিনশ কোটি ডলারে অধিগ্রহণ করে তারই এআইনির্ভর স্টার্টআপ এক্সএআই।