Published : 29 Apr 2025, 04:04 PM
দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার কারণে আগে ব্যর্থ হয়েছিল প্রথম প্রচেষ্টা। এবার কাইপার ইন্টারনেট স্যাটেলাইটের প্রথম ব্যাচ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার কিছু পরে ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’ বা ইউএলএ-এর লঞ্চপ্যাড থেকে অ্যামাজন ২৭টি কাইপার স্যাটেলাইট বহনকারী ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স’ রকেট উৎক্ষেপণ করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিবি।
ইউএলএ-এর সিস্টেম ইঞ্জিনিয়ার কালেব ওয়েইস লঞ্চের পর এক লাইভস্ট্রিমে বলেছেন, “আমরা ঝামেলাহীন ও দারুণভাবে রকেটটি উৎক্ষেপণ করেছি। সুন্দর আবহাওয়া ও ভালোভাবে উৎক্ষেপণের মাধ্যমে অ্যাটলাস ভি এই ২৭টি কাইপার স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পেরেছে। যার মাধ্যমে ইন্টারনেট সংযোগের এই নতুন যুগের সূচনা করতে পৃথিবীর কক্ষপথে রয়েছে এরা।”
এসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার ওপরে রকেট থেকে আলাদা হয়েছে। অ্যামাজন বলেছে, স্বাধীনভাবে চলতে ও পৃথিবীপৃষ্ঠে থাকা তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এসব স্যাটেলাইট।
ছয় বছর আগে ‘প্রজেক্ট কাইপার’ নামে পৃথিবীর নিম্ন কক্ষপথে ইন্টারনেট-বিমিং স্যাটেলাইটের একটি গুচ্ছ তৈরির পরিকল্পনার কথা প্রথম বলেছিল অ্যামাজন।
এ পরিষেবাটি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। বর্তমানে বাজারে আধিপত্য বিস্তার করার পাশাপাশি পৃথিবীর কক্ষপথে ৮ হাজার স্যাটেলাইট রয়েছে স্টারলিংকের।
অ্যামাজনের প্রথম কাইপার মিশনটি ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’-এর বাছাই করে দেওয়া সময়ে নির্দিষ্ট ব্যাবধানে উৎক্ষেপণ করতে হবে।
সংস্থাটি বলেছে, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে কোম্পানিটির মোট গুচ্ছের অর্ধেক বা ১ হাজার ৬১৮টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো যাবে।
অ্যামাজন একসঙ্গে কয়েক ডজন স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে বসানোর জন্য ৮০টিরও বেশি উৎক্ষেপণ বুক করেছে।
ইউএলএ ছাড়াও অ্যমাজনের উৎক্ষেপণ পার্টনারদের মধ্যে রয়েছে মাস্কের স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স, ইউরোপীয় কোম্পানি ‘আরিয়ানস্পেস’ ও জেফ বেজোসের মহাকাশ বিষয়ক স্টার্টআপ ‘ব্লু অরিজিন’।
কাইপার নেটওয়ার্ক তৈরিতে ১০ হাজার কোটি ডলারেরও বেশি খরচ করছে অ্যামাজন। তারা এ বছরের শেষ দিকে গ্রাহক, উদ্যোগ ও সরকারের জন্য বাণিজ্যিকভাবে এ পরিষেবা শুরুর আশা করছে বলে প্রতিবেদন লিখেছে সিএনবিসি।