Published : 28 Apr 2025, 05:55 PM
চাইল্ড সেক্স বা শিশু যৌনতামূলক ছবি তৈরির জন্য জেনারেটিভ এআই বা ডিপফেইক অ্যাপের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের শিশু কমিশনার। তিনি বলেছেন, শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত হচ্ছে এসব অ্যাপ।
শিশু কমিশনার র্যাচেল ডি সুজা বলেছেন, যুক্তরাজ্যে সরকার চায় এমন সব অ্যাপ নিষিদ্ধ হোক যেখানে মানুষের ছবি এআইয়ের মাধ্যমে এডিট করে সেখানে নগ্নতা যোগ করে।
তিনি এ ধরনের যে কোনো অ্যাপ নিষিদ্ধ করতে চান যা ডিপফেইক ছবি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ডেম র্যাচেল সতর্ক করে বলেছেন, বিভিন্ন জেনারেটিভ এআই টুল এরইমধ্যে ব্যাপকহাবে পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিনামূল্যেও ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেছেন, কোনও শিশুর যৌন ছবি তৈরি বা শেয়ার করা বেআইনি হলেও এসব ছবি তৈরির প্রযুক্তিটি বৈধ ও অনলাইনে সহজেই মেলে।
এ বিষয়ে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছেন ডেম র্যাচেল, যেখানে তিনি বলেছেন, শিশুরা, বিশেষ করে মেয়েরা নিজেদের অনলাইন আচরণ পরিবর্তন করছে যাতে ন্যুডিফিকেশন অ্যাপের শিকার না হতে হয় তাদের।
তিনি বলেছেন, “আমাদের জীবদ্দশায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থান ও এর সক্ষমতা দেখেছি আমরা। একসময় বিজ্ঞান কল্পকাহিনীর বিষয় ছিল এটি, যা আমাদের শেখার, সংযোগ তৈরি ও বিশ্বকে অভিজ্ঞতা দেওয়ার উপায়কে আকার দিয়েছে।
“আমাদের জীবনকে উন্নত করতে অনেক সম্ভাবনা রয়েছে এআইয়ের। তবে ভুল হাতে পড়লে অনলাইনে শিশুদের নিরাপত্তার জন্য বিপজ্জনক ঝুঁকিও নিয়ে আসতে পারে এআই।
“শিশুরা আমাকে বলেছে, এ প্রযুক্তিটি ব্যবহার করা তো দূরের কথা এগুলো এতো সহজে পাওয়া যাচ্ছে– এ ধারণাটি নিয়েও ভীত তারা।”
“শিশুরা আশঙ্কা করছে, যে কেউ বিশেষ করে একজন অপরিচিত ব্যক্তি, সহপাঠী বা একজন বন্ধু এসব কাস্টম অ্যাপের সাহায্যে নগ্ন ছবি তৈরি করে তা কাজে লাগানোর জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারে।”
“মেয়েরা আমাকে বলেছে, তারা এখন সচেতনভাবে অনলাইনে ছবি পোস্ট করা এড়িয়ে চলছে, যাতে করে এই প্রযুক্তির মাধ্যমে টার্গেট হওয়ার ঝুঁকি কমে আসে তাদের। শিশুদের জীবনের ওপর এসব কাস্টম এআই অ্যাপ এত বিপজ্জনক প্রভাব ফেলছে– এমন পরিস্থিতিতে বসে থাকতে পারি না আমরা।
বর্তমানে অনলাইন দুনিয়া দ্রুত বিকশিত হচ্ছে। তবে এসব নির্দিষ্ট অ্যাপের অস্তিত্বের কোনও ইতিবাচক কারণ নেই। আমাদের সমাজে এসব অ্যাপের কোনও স্থান নেই বলেই তিনি মত দিয়েছেন।
“শিশুদের নগ্ন ছবি তৈরির জন্য ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে এমন টুল বৈধ হওয়া উচিত নয়। আমি সরকারকে বাস্তব বিশ্বের চরম পরিণতির সঙ্গে এদের অনিয়ন্ত্রিত হতে দেওয়ার বদলে এসব অ্যাপ নিষিদ্ধের জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রতিবেদনে ন্যুডিফিকেশন সংশ্লিষ্ট অ্যাপের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি জেনারেটিভ এআই টুল ডেভেলপারদের জন্য সুনির্দিষ্ট আইন তৈরির আহ্বান জানিয়েছেন র্যাচেল, যাতে শিশুদের জন্য অনলাইনে ঝুঁকি কমানো যায় এবং ইন্টারনেট থেকে শিশুদের ডিপফেইকের মাধ্যমে তৈরি যৌন ছবিগুলো সরাতে সাহায্য করার জন্য নতুন সিস্টেম প্রতিষ্ঠা করা যেতে পারে।