এ লেনদেনের ফলে কোম্পানির মূল্য দাঁড়াবে ১২ হাজার কোটি ডলারেরও বেশি।
Published : 27 Apr 2025, 03:27 PM
বিনিয়োগকারীদের কাছ থেকে দুই হাজার কোটি ডলার সংগ্রহের জন্য আলোচনা করছে ইলন মাস্কের এআইবিষয়ক স্টার্টআপ এক্সএআই।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে শুক্রবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ব্যবসার কাজে প্রায় দুই হাজার কোটি ডলার সংগ্রহে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে এক্সএআই ।
এ লেনদেনের ফলে কোম্পানিটির মূল্য ১২ হাজার কোটি ডলারেরও বেশি দাঁড়াবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
প্রতিবেদন বলছে, এ তহবিলের পরিমাণ দুই হাজার কোটি ডলারেরও বেশি হতে পারে এবং এর মোট পরিমাণ এখনও নির্ধারণ করেনি এক্সএআই। আর পরিবর্তন আসতে পারে তাদের শর্তাবলীতেও।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্সএআই।
গত মাসে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে কিনে নিয়েছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ এক্সএআই।
আগে টুইটার নামে পরিচিত এক্স প্লাটফর্মটি তিন হাজার তিনশ কোটি ডলারে অধিগ্রহণ করেছে স্টার্টআপটি।
ওই সময় সামাজিক মাধ্যমটি কেনার বিষয়ে এক এক্স পোস্টে মাস্ক বলেছিলেন, “এই অধিগ্রহণের ফলে এক্সএআইয়ের মূল্য এখন আট হাজার কোটি ডলার ও এক্স-এর মূল্য তিন হাজার তিনশ কোটি ডলার।”