এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আটলান্টায় রোবোট্যাক্সি পরিষেবা চালুর জন্য আগ্রহী রাইডারদের সাইন আপ করারও অনুমতি দিতে শুরু করেছে ওয়েইমো ও তার পার্টনার উবার।
Published : 26 Apr 2025, 04:48 PM
যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে আড়াই লাখ রোবোট্যাক্সি রাইড চালায় অটোনমাস গাড়ির ইউনিট ওয়েইমো।
ওয়েইমো’র প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেছেন, “ভৌগলিক অঞ্চল জুড়ে বিভিন্ন ব্যবসায়িক মডেলের” ক্ষেত্রে ওয়েইমোর বিকল্প রয়েছে এবং রাইড-হেইলিং অ্যাপ উবার, গাড়ি নির্মাতা এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ঝোঁক রয়েছে এমন গাড়ি বহরের ব্যবসায়ের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করছে রোবোট্যাক্সি কোম্পানিটি।
অ্যালফাবেটের প্রথম প্রান্তিকের আয় নিয়ে বিশ্লেষকদের সঙ্গে এক আলাপকালে পিচাই বলেছেন, “আমরা নিজেরা এককভাবে সবকিছু করতে পারব না।”
পিচাই আরও বলেছেন, ওয়েইমো তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক মডেলকে পুরোপুরি সংজ্ঞায়িত করেনি এবং এর অটোনমাস প্রযুক্তিতে সাজানো গাড়ির “ব্যক্তিগত মালিকানা নিয়ে ভবিষ্যতে ভিন্নভাবে ভাবার সুযোগও” রয়েছে।
কোম্পানিটি কীভাবে তাদের কার্যক্রম বাড়াতে পারে তাও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, অস্টিনে ওয়েইমো খোলা ও মার্চে স্যান ফ্রান্সিসকো’র বে অঞ্চলে তাদের পরিষেবা বাড়ানোর আগে ফেব্রুয়ারিতে কোম্পানিটির পেইড রাইডের সংখ্যা প্রতি সপ্তাহে ছিল দুই লাখ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখে।
ওয়েইমো মূলত অ্যালফাবেটের অন্যান্য বেটস বিভাগের অংশ, যা এরইমধ্যে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ফিনিক্স ও অস্টিন শহরে তাদের বাণিজ্যিক, চালকবিহীন রাইড-হেইলিং পরিষেবা চালাচ্ছে।
এ মাসের শুরুতে এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আটলান্টায় রোবোট্যাক্সি পরিষেবা চালুর জন্য আগ্রহী রাইডারদের সাইন আপ করারও অনুমতি দিতে শুরু করেছে ওয়েইমো ও তার পার্টনার উবার।
ইলন মাস্কের নেতৃত্বাধীন টেসলা ও বর্তমানে বিলুপ্ত অটোনমাস গাড়ির বিভিন্ন স্টার্টআপকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পেরেছে স্ব-চালিত গাড়ি প্রযুক্তির প্রথম দিকের পথিকৃৎ ওয়েইমো।
এদিকে, টেসলা বলেছে, জুনের শেষ নাগাদ তাদের ‘ওয়াই এসইউভি’ মডেলের বিভিন্ন গাড়িকে রোবোট্যাক্সিতে রূপান্তর করবে তারা। যার জন্য অস্টিনে চালকবিহীন রাইড-হেইলিং পরিষেবা চালুর পরিকল্পনাও করছে কোম্পানিটি।
প্রায় এক দশক ধরে এমন প্রতিশ্রুতি দেওয়া এবং সময় পেরিয়ে যাওয়ার পরও এখনও এমন কোনও গাড়ি বাজারে আনেনি টেসলা, যা ব্যবহারের জন্য নিরাপদ এবং যেখানে কোনও মানুষ প্রয়োজনে স্টিয়ারিং ধরা বা ব্রেক করার জন্য সবসময় বসে থাকবে না।
ওয়েইমোর সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছে অ্যামাজনের মালিকানাধীন ‘জুক্স’, ‘মোবিলআই’, ‘মে মোবিলিটি’, ‘উইরাইড’ ও চীনের কোম্পানি বাইদুর ‘অ্যাপোলো গো’-এর মতো আন্তর্জাতিক বিভিন্ন অটোনমাস গাড়ি কোম্পানি।