আগের অর্থবছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭৬২ কোটি ৩৪ লাখ টাকা।
Published : 28 Apr 2025, 01:04 AM
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মুনাফা হয়েছে ৬৯৬ কোটি ৪৪ লাখ টাকা।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ মুনাফা হয়েছে বলে রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৭৬২ কোটি ৩৪ লাখ টাকা।
কোম্পানির চলতি অর্থবছরের মার্চ প্রান্তিক শেষে অনিরীক্ষিতি আর্থিক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিড মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে অস্থিতিশীল
হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি।
“তাই আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ব্যাপক মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়নের ফলে কাঁচামালের ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পরিচালন ব্যয়ে প্রভাব ফেলেছে উচ্চ মুদ্রাস্ফীতি। এদিকে ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ অনুযায়ী রেফ্রিজারেটর সরবরাহ পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার পাশাপাশি এয়ার কন্ডিশনারের উপর নতুন করে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
এতে বলা হয়, ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলতি হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আগের বছরের একই সময়ের ২৪ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ২২ দশমিক ০৯ শতাংশ হয়েছে।
এছাড়া উচ্চ সুদ হার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিক্রয়ের শতকরা হারের বিপরীতে আর্থিক ব্যয় পূর্ববর্তী বছরের একই সময়ের ৬ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৯ শতাংশ হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ দশমিক ৯৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ১৭ টাকা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ওয়ালটনের ইপিএস হয়েছে ১২ দশমিক ৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ১৩ দশমিক ৯৩ টাকা ছিল।
মার্চ প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া ২৭৭ দশমিক ০৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৭৮ দশমিক ৪১ টাকায় দাঁড়িয়েছে।