সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৮৫/৪
28 Apr 2025, 03:57 PM
তানজিমের দুর্দান্ত ক্যাচে ফিরলেন উইলিয়ামস
টানা দুই ওভারে উইকেট পেলেন নাঈম হাসান। ক্রেইগ আরভাইনের পর ফিরে গেলেন জিম্বাবুয়ের আরেক বাঁহাতি ব্যাটসম্যান শন উইলিয়ামস।
অফ স্পিনারের লেগ স্টাম্পের বাইরের বলে প্যাডেল সুইপ করেন উইলিয়ামস। বল চলে যাচ্ছিল ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে। ঠিক সময়ে লাফ দিয়ে মাথার উপর থেকে বল হাতে জমিয়ে ফেরেন তানজিম! একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন ব্যাটসম্যান।
১৬৬ বলে সাত চার ও এক ছক্কায় ৬৭ রান করেন উইলিয়ামস। ৭০ ওভারে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ১৭৮। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে ও টাফাডজোয়া সিগা।
28 Apr 2025, 03:47 PM
আরভাইনের প্রতিরোধ ভাঙলেন নাঈম
চা-বিরতির পর থেকে আঁটসাঁট বোলিংয়ে রানের গতি অনেক কমিয়ে এনেছে বাংলাদেশ। একের পর এক ডট খেলিয়ে বাড়িয়েছে চাপ। সেই চাপ সরাতে গিয়েই ফিরে গেলেন ক্রেইগ আরভাইন।
নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। একটু নিচু হওয়া বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে জাকের আলির গ্লাভসে।
৩১ বলে এক চারে ৫ রান করেন আরভাইন।
৬৮ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ১৬৮। শন উইলিয়ামসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ওয়েসলি মাধেভেরে।
28 Apr 2025, 03:16 PM
মাঠ ছাড়লেন ওয়েলচ
সকাল থেকে ক্র্যাম্পের সঙ্গে লড়াই করছিলেন নিক ওয়েলচ। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মেনে নিলেন জিম্বাবুয়ের এই টপ অর্ডার ব্যাটসম্যান। চা-বিরতির পর প্রথম ওভারেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি।
হতাশার দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে না পারা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে ওয়েলচের মাঠ ছাড়া। ক্রিজে এখন নতুন একজন ব্যাটসম্যান পাচ্ছে না। পাঁচে নেমেছেন ক্রেইগ আরভিন।
৫৪ রান করেছেন ওয়েলচ। তার ১৩১ বলের ইনিংসটি গড়া ২টি ছক্কা ও ৩টি চারে। শন উইলিয়ামসের সঙ্গে তার জুটিতে এসেছে ৯০ রান।
অভিজ্ঞ উইলিয়ামস খেলছেন ৫৮ রানে।৫৭ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৬২।
28 Apr 2025, 02:45 PM
বাংলাদেশের হতাশার
দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে নিতে পারেনি বাংলাদেশ। পঞ্চাশ ছুঁয়ে ব্যাট করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান। একশর পথে এগিয়ে যাচ্ছে তাদের জুটি।
প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৬১। নিক ওয়েলচের রান দুই ছক্কা ও তিন চারে ১৩০ বলে ৫৪। শন উইলিয়ামসের রান ৭ চারে ১২৬ বলে ৫৫।
২৮ ওভারে এসেছে ৭২ রান। একটি মাত্র সুযোগ এসেছিল এই সেশনে। ভুল প্রান্তে থ্রো করে রান আউটের সেই সুযোগ হাতছাড়া করেন সাদমান ইসলাম। এর আগে প্রথম সেশনে বেন কারানের ক্যাচ ছাড়েন তিনি।
ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দিয়েই বোলিং করাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনের শেষ দিকে বল করিয়েছেন মোমিনুল হককে দিয়েও। তবুও আসে সাফল্য, জমে যাওয়া ৮৯ রানের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।
28 Apr 2025, 02:27 PM
১১৩ বলে উইলিয়ামসের পঞ্চাশ
আরও একবার দাঁড়িয়ে গেছেন শন উইলিয়ামস। রান আউটের হাত থেকে বেঁচে যাওয়ার পর ভোগাচ্ছেন বাংলাদেশ। সিলেট টেস্টে প্রথম ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান করেছেন আরেকটি ফিফটি, ১১৩ বলে।
মেহেদী হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে যান উইলিয়ামস। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি চার।
৫১ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৫৪। উইলিয়ামস ৫০ ও নিক ওয়েলচ ৫২ রানে খেলছেন।
28 Apr 2025, 02:09 PM
১০৭ বলে ওয়েলচের পঞ্চাশ
নড়বড়ে শুরুর পর থিতু হয়ে যাওয়া নিক ওয়েলচ ভোগাচ্ছেন বাংলাদেশকে। দায়িত্বশীল ব্যাটিংয়ে ছুঁয়েছেন পঞ্চাশ, ১০৭ বলে।
ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করার পথে ওয়েলচের ব্যাট থেকে এসেছে দুটি ছক্কা ও তিনটি চার।
৪৮ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৪২। ৯৯ বলে ৪১ রানে ব্যাট করছেন শন উইলিয়ামস। ১০৮ বলে ওয়েলচের রান ৫০।
28 Apr 2025, 01:48 PM
উইকেটশূন্য ঘণ্টা
লাঞ্চ বিরতির পর প্রথম ঘণ্টায় কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। রান আউটে জুটি ভাঙার একটা সুযোগ এসেছিল সেটা নিতে পারেনি স্বাগতিকরা।
১৬ ওভারে সাবধানী ব্যাটিংয়ে ৩৯ রান যোগ করেছে জিম্বাবুয়ে।
৪৪ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১২৮। ৮৭ বলে ২৯ রানে খেলছেন শন উইলিয়ামস। ৯৬ বলে নিক ওয়েলচের রান ৪৮।
28 Apr 2025, 01:30 PM
উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ
বাংলাদেশের স্পিনারদের অনায়াসে খেলছেন শন উইলিয়ামস ও নিক ওয়েলচ। দায়িত্বশীল বোলিংয়ে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
নাঈম হাসানের ওভারে উইলিয়ামসের দুটি বাউন্ডারিতে পঞ্চাশ ছুঁয়েছে দলের রান, ১৩০ বলে।
৪০ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১২৩। ৮১ বলে ৪৪ রানে খেলছেন ওয়েলচ। ৭৮ বলে উইলিয়ামসের রান ২৮।
28 Apr 2025, 01:00 PM
৩২ ওভারে জিম্বাবুয়ের একশ
ধীরে ধীরে কমছে রানের গতি, ৩২তম ওভারে একশ ছুঁয়েছে জিম্বাবুয়ের রান।
লাঞ্চের পর দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করেছে বাংলাদেশ। নাঈম হাসানের বলে একটুর জন্য এলবিডব্লিউ হননি শন উইলিয়ামস। তাইজুল ইসলামের করা পরের ওভারে একটুর জন্য শর্ট লেগ ফিল্ডারের হাতে যায়নি ক্যাচ।
৩২ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১০৪। ৫০ বলে ১২ রানে খেলছেন উইলিয়ামস। ৬১ বলে নিক ওয়েলচের রান ৪১।
28 Apr 2025, 12:12 PM
প্রথম সেশনে ২ ওপেনারের উইকেট
টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম সেশনে নিয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনারের উইকেট।
লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ের রান ২৮ ওভারে ২ উইকেটে ৮৯। ৫৩ বলে দুটি করে ছক্কা ও চারে ৩২ রানে ব্যাট করছেন নিক ওয়েলচ। ৩৪ বলে এক চারে শন উইলিয়ামসের রান ৬।
প্রথম ঘণ্টায় ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান। পরের ঘণ্টায় বেন কারানের উইকেট নেন তাইজুল ইসলাম।
প্রথম ঘণ্টা থেকেই সহায়তা পাচ্ছেন স্পিনাররা। তাইজুল, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছেন সফরকারী ব্যাটসম্যানদের।
28 Apr 2025, 11:43 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
নিক ওয়েলচের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। বারবার রিপ্লে দেখেও আম্পায়ার নিশ্চিত হতে পারলেন না প্যাডে নাকি ব্যাটে আগে লেগেছে বল। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলেন তৃতীয় আম্পায়ার।
বাংলাদেশ হারাল প্রথম রিভিউ।
২১ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৭৫। ৩৪ বলে ২৩ রানে খেলছেন ওয়েলচ, ১১ বলে শন উইলিয়ামসের রান ২।
28 Apr 2025, 11:36 AM
এসেই তাইজুলের আঘাত
পানি বিরতির পর হঠাৎ আগ্রাসী ব্যাটিং শুরু করেছে জিম্বাবুয়ে। পরপর তিন ওভারে মেরেছে একটি করে ছক্কা। এরপরই বোলিংয়ে পরিবর্তন আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আক্রমণে এসে দ্বিতীয় বলেই বেন কারানের প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম।
সিলেট টেস্ট ভালো কাটেনি বাঁহাতি স্পিনারের। প্রথম ইনিংসে খরুচো বোলিংয়ে উইকেটশূন্য থাকেন। দ্বিতীয় ইনিংসে উইকেট দিলেও রান দেন বেশ।
চট্টগ্রামে দ্বিতীয় বলেই মিলল উইকেট। ব্যাট ফুট পাঞ্চ করতে গিয়ে বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি কারান। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ৪৮ বল স্থায়ী ৩১ রানের জুটি।
৫০ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করেন কারান।
১৯ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৭৩। ক্রিজে নিক ওয়েলচের সঙ্গী শন উইলিয়ামস।
28 Apr 2025, 11:16 AM
রিভিউ নিয়ে বাঁচলেন ওয়েলচ
পানি বিরতির পর প্রথম বলে পাগলাটে এক শটে বিপদে পড়তে বসেছিলেন নিক ওয়েলচ। আম্পায়ার আউট দেওয়ার পর বেঁচে গেলেন রিভিউ নিয়ে।
মেহেদী হাসান মিরাজের বলে রিভার্সু সুইপের চেষ্টায় সফল হননি ওয়েলচ। ব্যাটের কানা ও গ্লাভস এড়িয়ে হাতে লেগে বল যায় শর্ট লেগে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন ব্যাটসম্যান।
তখন স্পষ্ট হয় ব্যাট বা গ্লাভসে লাগেনি বল। ইম্প্যাক্ট অফ স্টাম্পের বাইরে হওয়ায় বেঁচে যান এলবিডব্লিউ হওয়া থেকে। সে সময় ১ রানে ছিলেন ওয়েলচ।
28 Apr 2025, 11:05 AM
প্রথম ঘণ্টায় ১ উইকেট
টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ফিরিয়ে দিয়েছে সিলেট টেস্টে দুই ইনিংসেই ফিফটি করা ব্রায়ান বেনেটকে। পেতে পারত সাবধানী ব্যাটিং করা বেন কারানের উইকেটও।
প্রথম ঘণ্টার খেলা শেষে জিম্বাবুয়ের রান ১৩ ওভারে ১ উইকেটে ৪২। ৩৭ বলে দুই চারে ১৪ রানে খেলছেন কারান। নিক ওয়েলচ খেলছেন ৮ বলে ১ রানে।
একমাত্র উইকেটটি নিয়েছেন তানজিম হাসান। মেহেদী হাসান মিরাজও উইকেট পেতে পারতেন। তার চমৎকার ডেলিভারিতে কারানের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম।
28 Apr 2025, 10:56 AM
অভিষেকে তানজিমের উইকেট
নিজের প্রথম টেস্টে উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তানজিম হাসানের। দ্বিতীয় স্পেলে ফিরে তরুণ এই পেসার নিলেন ব্রায়ান বেনেটর উইকেট। ভাঙল জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।
অফ স্টাম্পের বাইরের একটু বাইরের ডেলিভারিতে প্রিয় স্কয়ার ড্রাইভ খেলেছিলেন বেনেট। তানজিমের বাড়তি গতি ও বলের বাড়তি বাউন্সের জন্য ঠিকঠাক পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে সহজ ক্যাচ যায় উইকেটরক্ষক জাকের আলির গ্লাভসে। ভাঙে ৬৪ বল স্থায়ী ৪১ রানের জুটি।
৩৩ বলে পাঁচ চারে ২১ রান করেন বেনেট।
১১ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৪১। ক্রিজে বেন কারানের সঙ্গী নিক ওয়েলচ।
28 Apr 2025, 10:41 AM
কারানের ক্যাচ ছাড়লেন সাদমান
অষ্টম ওভারে আক্রমণে এসেই সুযোগ তৈরি করলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু স্লিপে বেন কারানের সহজ ক্যাচ নিতে পারলেন না সাদমান ইসলাম।
সিলেট টেস্টে ১০ উইকেট নেওয়া অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করেন কারান। ব্যাটের কানা লেগে ক্যাচ যায় স্লিপে। কিন্তু একটু ডানে থাকা সহজ ক্যাচ নিতে পারেননি সাদমান।
সে সময় ১১ রানে ছিলেন কারান।
৮ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ২৯।
28 Apr 2025, 10:30 AM
‘একটা-দুইটা বাজে বল হচ্ছে’
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের বোলিংয়ে সারাংশ উঠে এলো নাজমুল হোসেন শান্তর কথা। হাসান মাহমুদের ওভার শেষ হতেই বাংলাদেশ অধিনায়ক বলে উঠলেন, “একটা দুইটা বাজে বল হচ্ছে। রান ছাড়া ওভার কর।”
৫ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ২০। এর মধ্যে আছে চারটি বাউন্ডারি।
প্রথম বাউন্ডারিটি অবশ্য উইকেটে পরিণত হতে পারত। তানজিম হাসানের প্রথম ওভারে বোল্ড হয়ে ফিরতে পারতেন ব্রায়ান বেনেট। তার ভাগ্য ভালো, ব্যাটের কানায় লেগে লেগ স্টাম্পের পাশ দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে।
২০ বলে তিন চারে ১৩ রানে খেলছেন বেনেট। ১০ বলে এক চারে বেন কারানের রান ৭।
28 Apr 2025, 10:01 AM
সাগরিকায় ঝলমলে রোদ
সিলেট টেস্টের পুরোটা জুড়েই ছিল বৃষ্টির চোখরাঙানি। সাগরিকায় এখন পর্যন্ত তেমন শঙ্কা নেই। ম্যাচের দিন সকাল থেকেই ঝলমলে রোদ। সামনের চার দিনেও প্রকৃতির বাগড়া পড়ার শঙ্কা নেই তেমন।
28 Apr 2025, 09:47 AM
মাসেকেসার অভিষেক, জিম্বাবুয়ের পরিবর্তন দুটি
সিরিজ জেতার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।
মায়াভোর জায়গায় চট্টগ্রামে কিপিং করবেন টাফাডজোয়া সিগা। এছাড়া টেস্ট অভিষেক হয়েছে ভিনসেন্ট মাসেকেসার। জিম্বাবুয়ের ১৩৭তম টেস্ট ক্রিকেটার ২৮ বছর বয়সী লেগ স্পিনার।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
28 Apr 2025, 09:44 AM
দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার তানজিম
তিন পরিবর্তনের একাদশে টেস্ট অভিষেকের স্বাদ পেলেন তানজিম হাসান। এই সংস্করণে বাংলাদেশের ১০৭তম ক্রিকেটার তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে লাল বলের আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামবেন তানজিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের হয়ে ২৮টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
28 Apr 2025, 09:40 AM
তানজিমের অভিষেক, পরিবর্তন তিনটি
ঘুরে দাঁড়ানোর অভিযানে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পিএসএল খেলতে যাওয়ায় স্কোয়াডেই নেই নাহিদ রানা। এছাড়া বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম হাসানের। এছাড়া প্রায় তিন বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক। স্পিন বিভাগে শক্তি বাড়িয়ে দলে যোগ করা হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।
28 Apr 2025, 09:32 AM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ক্রেইগ আরভাইন। ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চাইলেন জিম্বাবুয়ের অধিনায়ক।
"সিলেটের চেয়ে এখানে ঘাস অনেক কম। বেশ শুষ্ক মনে হচ্ছে। আমরা আগে ব্যাট করে বড় স্কোর গড়তে চাই।"
টস হেরে ফিল্ডিং পাওয়ায় আপত্তি নেই শান্তর। দলের কাছে বাংলাদেশ অধিনায়কেরও চাওয়া বড় রান।
"আমরাও আগে ব্যাট করতাম (টস জিতলে)। তবে সমস্যা নেই। চট্টগ্রামে প্রথম তিন দিনই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকে। আশা করি আমরা কাজে লাগাব।"
28 Apr 2025, 09:21 AM
সিরিজ বাঁচানোর লক্ষ্যে বাংলাদেশ
বিব্রতকর পরাজয়ে সিরিজ শুরুর পর এবার আরও তলানিতে নেমে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টেও হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর পর সিরিজ হারের তেতো স্বাদ পাবে তারা। তাই সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোয় আশায় নামবে নাজমুল হোসেন শান্তর দল।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় শুরু দ্বিতীয় টেস্ট।
চট্টগ্রামে টেস্ট অভিষেকের সামনে দাঁড়িয়ে তানজিম হাসান। সকালে মাঠে এসেই রানআপের দূরত্ব মেপে নিয়েছেন তরুণ পেসার। পরে গা গরম করে পাশের উইকেটে বেশ কিছুক্ষণ বোলিং করেন তিনি।