এর আগে দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধেও এই পেটেন্টের অভিযোগে মামলা করেছিল ন্যানোকো।
Published : 26 Apr 2025, 05:37 PM
টিভি প্রযুক্তির পেটেন্ট জেনেশুনে লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট এলজি’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান ন্যানোকো।
রানকর্নভিত্তিক ন্যানোকো বলেছে, টেক্সাসে এলজির বিরুদ্ধে একটি পেটেন্ট লঙ্ঘনের মামলা করেছে তারা। কোম্পানিটির দাবি, কোয়ান্টাম ডট প্রযুক্তি সংশ্লিষ্ট পেটেন্ট লঙ্ঘন করেছে এলজি।
কোয়ান্টাম ডট মূলত এক ধরনের ন্যানোম্যাটেরিয়াল, যা মানুষের চুলের চেয়ে এক হাজার গুণ ছোট। এদের মধ্য দিয়ে আলো প্রবেশ করলে তা মানুষের চোখে দৃশ্যমান রঙের পরিসীমাকে বাড়িয়ে তুলতে পারে। ফলে কোয়ান্টাম ডট আধুনিক টেলিভিশন তৈরির এক গুরুত্বপূর্ণ ও মূল প্রযুক্তি হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
কোয়ান্টাম ডট উৎপাদনের ফলে ‘ক্যাডমিয়াম’ নামে এক বিষাক্ত ভারী ধাতু তৈরি হয়। তবে ক্যাডমিয়াম ছাড়াই কোয়ান্টাম ডট তৈরি করেছে ন্যানোকো। ব্যাপকহারে এটি তৈরির জন্য সফল এক পদ্ধতিও বানিয়েছে কোম্পানিটি, যার জন্য তাদের পেটেন্টও রয়েছে।
ন্যানোকো বলেছে, এর আগে দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধেও এই পেটেন্টের অভিযোগে মামলা করেছিল তারা। ওই সময় ন্যানোকোর পেটেন্ট যাচাই করে মার্কিন ‘পেটেন্ট ট্রায়ালস অ্যান্ড আপিল বোর্ড’ তাদের পক্ষেই রায় দেয়। ২০২৩ সালে ১৫ কোটি পাউন্ডে নিষ্পত্তি হয় মামলাটি।
এলজির বিরুদ্ধে দায়ের করা মামলায় ন্যানোকো বলেছে, জেনেশুনে তাদের পেটেন্ট লঙ্ঘন করেছে এলজি। এজন্য কোম্পানিটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করছে তারা।
তবে এই পর্যায়ে দাবির জন্য কোনও আর্থিক মূল্য নির্ধারণ করেনি ন্যানোকো।
ন্যানোকোর চেয়ারম্যান ড. জালাল বাঘেরলি বলেছেন, “স্যামসাংয়ের মামলা প্রক্রিয়ার অংশ হিসেবে ওই সময়ই ন্যানোকো তার মেধাসম্পদের মূল্য ও বৈধতা প্রমাণ করেছে।
“ওই সময় ন্যানোকোর শেয়ারহোল্ডারদের জন্য একটি ন্যায্য ফলাফল নিশ্চিত করতে আমাদের মেধাসম্পদের অন্যান্য সম্ভাব্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর নেওয়ার মাধ্যমে আমাদের উদ্দেশ্য পুনর্ব্যক্ত করেছি আমরা।
“ক্ষতির ঝুঁকি থাকলেও মামলা নিজেই সহজাতভাকে যথেষ্ট ঝুঁকির এবং বোর্ডকে অবশ্যই সুযোগ বনাম খরচের বিষয়টি বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আমাদের ধারণা, সম্ভাব্য ক্ষতিপূরণ হবে যোগ্য সিদ্ধান্ত।”
“পারস্পরিক গ্রহণযোগ্য বাণিজ্যিক সমাধান খুঁজে বের করার জন্য ন্যানোকোর দ্বার সবসময়ই খোলা রয়েছে। তবে কোম্পানি ও এর শেয়ারহোল্ডারদের স্বার্থে আমাদের মূল সম্পদগুলোর একটিকে রক্ষার জন্যই এ সময় এমন পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।”
এদিকে, এলজির একজন মুখপাত্র বলেছেন, “মামলাটি চলমান রয়েছে তাই এই পর্যায়ে এ বিষয়ে কোনো মন্তব্য করা আমাদের ঠিক হবে না।”