Published : 28 Apr 2025, 08:44 PM
গত বছরের অক্টোবরের ঘটনা। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল ইসলাম। তাকে প্রশংসায় ভাসিয়ে সামাজিক মাধ্যমে তামিম ইকবাল লিখেন, দেশে সবসময় প্রাপ্য সম্মান পান না বাঁহাতি স্পিনার। ছয় মাস পর তামিমের ধারণা আরও পোক্ত। এবার তাইজুলকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ বোলার বললেন সাবেক অধিনায়ক। অভিজ্ঞ স্পিনার নিজেও তাতে দিলেন সায়।
২০১৪ সালে অভিষেকের পর থেকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন তাইজুল। ক্যারিয়ারের লম্বা একটা সময় সাকিব আল হাসানের আড়ালে থাকতে হয়েছে তাকে। তবে হারিয়ে যাননি। উল্টো একই ছন্দে এগিয়ে এখন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন ৩৩ বছর বয়সী স্পিনার।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলদেশকে ম্যাচে ফেরানোর নায়কদের একজন তাইজুল। শেষ সেশনে দুর্দান্ত বোলিংয়ে আরও একবার পাঁচ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার। সবশেষ ছয় টেস্টে এটি তার চতুর্থ পাঁচ উইকেট। সব মিলিয়ে ক্যারিয়ারের ১৬তম।
এই পারফরম্যান্সে রাভিন্দ্রা জাদেজাকে ছাড়িয়ে যান তাইজুল। ৫ উইকেট শিকারে বাঁহাতি স্পিনে এখন ইতিহাসের পঞ্চম সেরা তিনি।
৮০ টেস্ট খেলে ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন জাদেজা। তাইজুলের ১৬ বার হয়ে গেল ৫৩তম টেস্টেই।
দিনের খেলা শেষ হওয়ার পরপরই তাইজুলকে প্রশংসায় ভাসিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দেন তামিম।
"এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটের বোলার। সাম্প্রতিক সময়ের অন্যান্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলেই আমার মতামত বুঝতে পারবেন। আরেকটি পাঁচ উইকেট নেওয়ায় অভিনন্দন তাইজুল।"
দিনের খেলা শেষে তখন সংবাদ সম্মেলনে ব্যস্ত তাইজুল। তামিমের বার্তা দেখার সুযোগ ছিল না তার। এক সংবাদকর্মী ওই পোস্টের কথা জানালে তাতে তাইজুলও সায় দেন।
"হ্যাঁ! আমার কাছে এটা (আন্ডাররেটেড) মনে হয়….। কী কারণে মনে হয়, এটা আপনারা হয়তো ভালো জানেন।"
পাঁচ উইকেট নেওয়ার পথে দ্বিতীয় নতুন বলে পরপর ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে আউট করেন তাইজুল। হ্যাটট্রিক বল ঠিকঠাক খেলতে পারেননি অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা। অল্পের জন্য সিলি পয়েন্টের ফিল্ডারের হাত ঘেঁষে চলে যায় বল।
ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া তাইজুলের টেস্টে নেই এই কীর্তি। তাই সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে না পারায় খারাপ লাগা লুকালেন না বাঁহাতি স্পিনার।
"ক্রিকেটারদের আফসোস করতে নেই (হাসি)। হ্যাটট্রিকের সুযোগ আসলে বারবার আসে না। একটু খারাপ লাগতে পারে। তবে আলহামদুলিল্লাহ। দলকে সাহায্য করতে পেরেছি।"
হ্যাটট্রিক না হলেও পরে নিক ওয়েলচকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে আর মাত্র চার জনের। বাংলাদেশের বোলারদের মধ্যে তার সামনে শুধু সাকিব (১৯)।
টেস্ট উইকেটসংখ্যায়ও সাকিবের কাছাকাছি পৌঁছে গেছেন তাইজুল। ক্যারিয়ার থমকে যাওয়ার আগপর্যন্ত ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব। ৯৪ ইনিংসে ২২৪ উইকেট হয়ে গেছে তাইজুলের।
দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তাইজুল বললেন, সেরাদের সেরা হতে চান তিনি।
"প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন, আমি সেরাদের থেকে সেরা হব। আমিও সেটা চাই, কতটুকু ভালো করতে পারলাম। ক্রিকেটারদের জীবনে সত্যি বলতে সন্তুষ্টি জিনিসটা আসে না। যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারব। আমার ক্ষেত্রেও তাই। আমি চেষ্টা করব যত দূর যাওয়া যায়।"
"সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না)... সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, সামনেও করবে ইনশাল্লাহ। এই দোয়া থাকবে। আমি চাই সবাই ভালো করুক। যেন আমরা সবাই দলকে সাহায্য করতে পারি।"