Published : 28 Apr 2025, 11:53 PM
রাশিয়া বলেছে, ইউক্রেইনের সঙ্গে ‘কোনও পূর্বশর্ত ছাড়াই’ তারা আলোচনা করতে প্রস্তুত। তবে একইসঙ্গে তারা ক্রাইমিয়াসহ দখল করা ইউক্রেইনের পাঁচটি অঞ্চলের স্বীকৃতিও দাবি করেছে।
তারা বলছে, যুদ্ধ বন্ধের আলোচনায় কোনও সমাধানে পৌঁছতে হলে এই স্বীকৃতি অপরিহার্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনে তিন বছরের আগ্রাসন বন্ধে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এরপরই রাশিয়া জানায়, তারা ইউক্রেইনের সঙ্গে কোনও পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত।
কিন্তু অন্য একটি মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনায় কোনও সমাধান পেতে হলে ক্রাইমিয়া উপদ্বীপসহ ইউক্রেইনের পাঁচটি অঞ্চলের স্বীকৃতি দাবি করেন।
ব্রাজিলের পত্রিকা ও গ্লোবো-তে তিনি বলেন, “ক্রাইমিয়া, সেভাস্তপোল, দোনেৎস্ক, লুহান্সক, খেরসন এবং জাপোরিজিয়ার রাশিয়ান মালিকানার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অপরিহার্য।
অনলাইনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “আলোচনার জন্য আমাদের দ্বার খোলা। তবে বল আমাদের কোর্টে। কিইভ এখন পর্যন্ত আলোচনায় তাদের সক্ষমতা দেখায়নি।