Published : 28 Apr 2025, 10:05 AM
মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন মুহাম্মাদ আব্বাস। ২১ বছর বয়সী অলরাউন্ডার এবার বাংলাদেশে আসছেন নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে। গত কিছুদিনে আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো কিপার-ব্যাটসম্যান মিচেল হে, ব্যাটসম্যান রিস মাইরু, পেসার জ্যাকারি ফোকসরাও আছেন এই দলে।
সফরে লাল বলের সিরিজে নিউ জিল্যান্ড ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন জো কার্টার, সাদা বলের সিরিজের অধিনায়ক নিক কেলি। ১৫ সদস্যের দলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া ক্রিকেটার আছেন ৯ জন।
এই সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়েছে আগেই। ১৫ সদস্যের সেই দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। সেখানে মুস্তাফিজুর রহমানসহ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ বেশ কজন তারকাও আছেন।
কিউইদের দলটিতে প্রাধান্য পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা। তাদের কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন সম্প্রতি।
আব্বাসের যে সিরিজে অভিষেক, পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছেন নিক কেলি ও রিস মাইরুও। দু্ই ম্যাচ খেলে একটিতে ফিফটি করেছেন মাইরু।
নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে এবার ৫৭.৬১ গড়ে সর্বোচ্চ ৭৪৯ রান করেছেন ৩১ বছর বয়সী কেলি। ৭৪.৭০ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৭ রান করেছেন ২১ বছর বয়সী মাইরু।
লাল বলের দলের অধিনায়ক জো কার্টার নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন প্রায় এক যুগ ধরে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ এখনও পাননি তিনি, তবে দুয়ারে ছিলেন বেশ কবার। আরও একবার নিজের দাবি জানানোর সুযোগ পাচ্ছেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। নিউ জিল্যান্ড ‘এ’ দলের সবশেষ উপমহাদেশ সফরে ২০২২ সালে ভারতে দুটি আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি, এর একটিতে খেলেছিলেন ১৯৭ রানের ইনিংস।
কিপার-ব্যাটসম্যান মিচেল হে গত কিছুদিনে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলেছেন নিউ জিল্যান্ডের হয়ে। ৭টি ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস।
পেস আক্রমণে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন জ্যাকারি ফোকস, বেন লিস্টার ও পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন। ২০২৩ সালে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা তরুণ লেগ স্পিনার আদিত্য আশোকও আসছেন এই সফরে।
ম্যাট বয়েল, ডেল ফিলিপস ও কার্টিস হিফি এবার ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মৌসুমে হাজারের বেশি রান করেছেন।
বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে কিউইরা। একদিনের ম্যাচের সিরিজ শুরু আগামী সোমবার। পরের দুই ম্যাচ ৭ ও ১০ মে। পুরো সিরিজ সিলেটে। প্রথম চার দিনের ম্যাচটিও সিলেটে, যেটি শুরু ১৪ মে। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু ২১ মে।
নিউ জিল্যান্ড ‘এ’ স্কোয়াড : মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।