Published : 28 Apr 2025, 07:01 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে অতর্কিত হামলায় ১০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান।
আহত নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রতন বলেন, “ওই গ্রামে একই বংশের আবদুর রহমান সাগর নপ্তির সঙ্গে পলাশ নপ্তির একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের মীমাংসা করার জন্য দুপুরে তাদের বাড়িতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকে বসেন।
“সালিশ চলাকালীন তর্কাতর্কির এক পর্যায়ে অতর্কিত ভাবে সাগরে উপর হামলা করেন পলাশ। এ সময় দুই পক্ষ হামলায় জড়িয়ে পড়লে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।”
তিনি আরও বলেন, “আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।”
তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।