Published : 28 Apr 2025, 10:26 PM
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন করতে রোমান ক্যাথলিক কার্ডিনালরা গোপন কনক্লেভ শুরু করতে চলেছেন আগামী ৭ মে থেকে।
ভ্যাটিকানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেন, শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পর কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিবিসি জানায়, ৭ মে কনক্লেভ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। গোটা বিশ্ব থেকে তাতে যোগ দেবেন প্রায় ১৩৫ জন কার্ডিনাল। ক্যাথলিক গির্জার নতুন পোপ কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
নতুন পোপ নির্বাচন করতে কত সময় লাগবে এর কোনও সীমা নির্দিষ্ট নেই। তবে এর আগে ২০০৫ ও ২০১৩ সালে অনুষ্ঠিত দু’টি কনক্লেভ মাত্র দুই দিন স্থায়ী হয়েছিল।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেছেন, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটারস ব্যাসিলিকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর ভোট দেওয়ার যোগ্য কার্ডিনালরা গোপন ভোট দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যাবেন।
তারা একবার সিস্টিন চ্যাপেলে ঢোকার পর নতুন পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত বহির্বিশ্বের সঙ্গে তাদের আর কোনও যোগাযোগ থাকতে পারবে না।
কনক্লেভ শুরুর প্রথম দিন বিকালে কেবল এক দফা ভোট হবে। তবে এরপরের দিনগুলোতে কার্ডিনালরা চারবার করে ভোট দিতে পারবেন।
নতুন পোপ নির্বাচিত হতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হয়। এতে সময় লেগে যেতে পারে।
প্রত্যেক কার্ডিনালই ল্যাটিন ভাষার “আই ইলেক্ট অ্যাজ সুপ্রিম পন্টিফ’ লেখা একটি সাধারণ কার্ডে নিজের পছন্দের প্রার্থীর নাম জুড়ে দিয়ে ভোট দিয়ে থাকেন।
এ পক্রিয়ায় কনক্লেভের তৃতীয় দিনেও পোপ নির্বাচন না হলে কার্ডিনালরা প্রার্থনা করার জন্য একটি দিন বিরতি নিতে পারেন।
পোপ নির্বাচনের এই প্রক্রিয়া চলার সময় সিস্টিন চ্যাপেলের বাইরের দুনিয়া কেবল চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো দেখার অপেক্ষায় থাকবে।
কালো ধোঁয়া বেরোনোর মানে আরেক দফা ভোট হবে। আর সাদা ধোঁয়া বেরোনোর মানে পোপ নির্বাচন হয়ে গেছে বুঝায়।
আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, ইতালির রাজধানীর সান্তা মারিয়া মাজোরে গির্জাই হয়েছে তার শেষ বিশ্রামস্থল।