Published : 28 Apr 2025, 10:45 PM
দেশের আকাশে সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে মঙ্গলবার। এর পরদিন বুধবার থেকে গণনা শুরু হবে জিলকদ মাস।
ঢাকার আশকোনা হাজী ক্যাম্পে সোমবার চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায় মঙ্গলবার শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলকদ মাস গণনা শুরু হবে।
হিজরি ১১তম মাস জিলকদ। এর পরের মাস জিলহজে অনুষ্ঠিত হয় হজ। ফলে হজ ঘিরে জিলকদ মাসেই প্রস্তুতি নেন মুসলমানরা। সৌদি আরবে হজের উদ্দেশে এ মাসে তারা যাত্রা করেন।
ইসলামিক ফাউন্ডেশনের সভায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ সহকারী প্রশাসক মো. মেহেদী হাসান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মো. আবদুল মালেক উপস্থিত ছিলেন।