Published : 28 Apr 2025, 06:58 PM
শিক্ষার্থীরা যে কেবল শ্রেণিকক্ষ বা পাঠ্যবইয়ে আটকে থাকবে, তা নয়; এই ধারণা থেকে বের হয়ে বাইরের জগতের সাথেও খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টায় ‘গ্লেনফেস্ট ২০২৫' এর আয়োজন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল- সাঁতারকুল।
স্কুলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের মাধ্যমে ‘স্মরণীয় মুহূর্ত’ উপহার দিতে এ আয়োজনে ছিল নাচ-গান, খেলা ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা।
শনিবার এ আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত; শিক্ষার্থীরা সহ তাদের বন্ধুবান্ধব, অভিভাবক, স্কুলের শিক্ষক ও স্টাফ সকলে মিলে তাতে অংশ নেন।
স্কুলপ্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজনে নাচ-গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে গ্রেড ৩-৫ ও গ্রেড ৬-১০ এর শিক্ষার্থীরা দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে।
স্কুলের শিক্ষার্থী রাফসান বলেন, “আমি সত্যিই খুব আনন্দিত। গান প্রতিযোগিতায় অংশ নেওয়া, বন্ধুদের সাথে খেলা আর এত আনন্দমুখর পরিবেশে দিন কাটানো; সবকিছুই ছিল অসাধারণ। গ্লেনফেস্ট আমার স্কুল জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।”
স্কুলের প্রিন্সিপাল রমেশ মুডগাল বলেন, “গ্লেনফেস্ট আমাদের স্কুল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং বৃহত্তর স্কুল সম্প্রদায়ের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সহযোগিতার ও আনন্দ উপভোগ করার মানসিকতা গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে এ উৎসবের গুরুত্ব অপরিসীম। এই আয়োজন শিক্ষার্থীদের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখবে।”