চীনের শীর্ষ ছয়টি রোবোটিক্স কোম্পানির মধ্যে অন্যতম ইউনিট্রি। এ বছর ব্যাপকহারে হিউম্যানয়েড রোবট উৎপাদনের লক্ষ্যে কাজ করছে তারা।
Published : 27 Apr 2025, 04:21 PM
বিশ্বে প্রথমবারের মতো দুটি রোবটের মধ্যে এক বক্সিং ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে চীনের এক রোবোটিক্স কোম্পানি।
দেশটির হাংঝুভিত্তিক কোম্পানি ‘ইউনিট্রি’র আয়োজিত এ ইভেন্টটিতে ‘জি ১’ নামের দুটি রোবটকে ‘আয়রন ফিস্ট কিং’ খেতাবের জন্য একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে, যা আগামী মাসে সরাসরি সম্প্রচারিত হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
কোম্পানিটির এক প্রচারমূলক ভিডিওতে ১.৩২ মিটার বা চার ফুট চার ইঞ্চি উচ্চতার ‘জি ১’ রোবটকে প্রতিপক্ষ হিসেবে একজন মানুষের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে, যেখানে এদেরকে আঘাত এড়িয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন তিনি।
ইউনিট্রি বলেছে, এ বটটিকে ‘মোশন-ক্যাপচার’ প্রশিক্ষণ সিস্টেমের মাধ্যমে ডিজাইন করেছে তারা, যা এটিকে ‘প্রো-লেভেল পারফরম্যান্স সক্ষমতা’ দিয়েছে এবং এর মাধ্যমে ‘ক্রমাগত নতুন সক্ষমতা শিখেছে’ বটটি।
ভিডিওতে ঘুষি মারতে, লাথি মারতে ও ভারী আঘাত থেকে নিজেকে বাঁচাতে দেখা গিয়েছে রোবটটিকে। তবে এর গতিবিধি মানুষের চেয়ে যথেষ্ট ধীর।
হিউম্যানয়েড রোবট নিয়ে বিশ্বে প্রথমবারের মতো এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের পর এক মাসেরও কম সময়ের মধ্যে এ বক্সিং ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
২১ জন রোবোট দৌড়বিদের মধ্যে কেবল ছয়জন ২১ কিলোমিটারের এই হাফ ম্যারাথন দৌড় সম্পন্ন করেছেন। কোনো রোবটই আড়াই ঘন্টার মধ্যে দৌড়টি শেষ করতে পারেনি।
চীনের শীর্ষ ছয়টি রোবোটিক্স কোম্পানির মধ্যে অন্যতম ইউনিট্রি। এ বছর ব্যাপকহারে হিউম্যানয়েড রোবট উৎপাদনের লক্ষ্যে কাজ করছে তারা, যার সবকটির মধ্যেই থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, এরইমধ্যে গোটা বিশ্বে রোবটের জন্য অন্যতম বড় বাজার হয়ে উঠেছে চীন, যেখানে বিশ্বের সকল রোবট ইনস্টলেশনের অর্ধেকেরও বেশি রয়েছে।
‘ফরচুন বিজনেস ইনসাইটস-এর পরিসংখ্যান অনুসারে, গত বছর চীনের রোবট শিল্প বাজারের মূল্য ছিল ছয়শ কোটি ডলারেরও বেশি।
এদিকে, গ্লোবালডেটার অনুমান বলছে, ২০৩০ সালের মধ্যে রোবোটিক্স শিল্পের মূল্য ২০ হাজার কোটি ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিভিন্ন হিউম্যানয়েড রোবট।
চীনের অন্যান্য রোবোটিক্স কোম্পানিও বিভিন্ন ধরনের হিউম্যানয়েড রোবট দেখিয়েছে, যা বয়স্কদের যত্ন নেওয়া থেকে শুরু করে ঘরের কাজে ভূমিকা রাখবে বলে দাবি নির্মাতাদের।