আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।
Published : 28 Apr 2025, 12:31 AM
যাত্রা শুরুর দুই মাসের মাথায় দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনকে প্রধান করে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
রোববার এনসিপি দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।
জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির তরুণ নেতাদের উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টোলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। সরকারি দায়িত্ব ছেড়ে তিনি এসেছেন দলের হাল ধরতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল দলের চতুর্থ সাধারণ সভায় জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, অ্যাডভোকেট হুমায়রা নূর।
‘আইনজীবী উইং’ প্রস্তুতি কমিটি গঠন
সমমনা আইনজীবীদের সংগঠিত করতে আইনজীবী উইং গঠনের প্রস্তুতি কমিটি করেছে এনসিপি। প্রস্তুতি কমিটির প্রধান করা হয়েছে অ্যাডভোকেট সাকিল আহমাদকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, “জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় অবদান রাখা বাংলাদেশের আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে।”
এনসিপি আইনজীবী উইং স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে কাজ করবে।
জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক সহায়তা দেওয়া এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী হিসাবে ভূমিকা পালন হবে এই উইংয়ের অন্যতম প্রধান কাজ।
কমিটিতে সদস্য হিসাবে আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
‘ডায়াস্পোরা অ্যালায়েন্সের’ প্রস্তুতি কমিটি গঠন
পেশাদার আইনজীবীদের কমিটির মত করেই প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করতে ‘ডায়াস্পোরা অ্যালায়েন্স’ নামে একটি স্বতন্ত্র সংগঠন তৈরির প্রস্তুতি কমিটি করেছে এনসিপি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, “জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি।”
‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা।
এই প্রস্তুতি কমিটির কো-অর্ডিনেটর হিসেবে আছেন দিলশানা পারুল। তাসনিম জারা, এহতেশামুল হক ও মাহাবুব আলম আছেন কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে
এছাড়া নাফিজ রেজা, ইয়াকুব আলী ও জুবায়ের আহমেদ এশিয়া প্রতিনিধি; সাইফ সারোয়ার ও মনির উদ্দিন আহমেদ মধ্যপ্রাচ্য প্রতিনিধি; আনামুল হক ও আলমগীর আকাশ মালয়েশিয়া প্রতিনিধি; ওমর ঢালী ও মারজুক আহমেদ ইউরোপ প্রতিনিধি; নুরুল হুদা ও ইমা ইসলাম যুক্তরাজ্য প্রতিনিধি; তারিক আদনান মুন ও তাওহিদ তানজিম যুক্তরাষ্ট্র প্রতিনিধি; মুনতাসির মামুন ও নাহিদ ইসলাম কানাডা প্রতিনিধি; সালওয়া শামস ও উল্লাশ জায়েদ অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।