আগামী ৯ মে মুক্তি সামনে রেখে সিনেমার ট্রেইলার এসেছে প্রকাশ্যে।
Published : 28 Apr 2025, 12:34 AM
মা-ছেলের স্নেহ ভালোবাসার সম্পর্ক, জটিলতা এবং দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্পে ‘আমার বস’ সিনেমার ট্রেইলার সাজানো হয়েছে।
আগামী ৯ মে মুক্তি সামনে রেখে সিনেমার ট্রেইলার এসেছে প্রকাশ্যে।
‘আমার বস’ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। আর ছেলের চরিত্রটি করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
এই সিনেমা দিয়ে দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী।
ভিডিওতে দেখানো হয়েছে, ছেলে তার অফিসে কাজের চাপ এবং কর্মীদের নিয়ে নাজেহাল হয়ে পড়েন। অফিসে তার পরিচয় একজন ‘রাগী বস’ হিসাবে। অন্যদিকে বাড়িতে তার বৃদ্ধা মায়েরও বায়নার অন্ত নেই। কখনো গৃহকর্মীকে কাঁটা চামচ নিয়ে ভয় দেখান, কখনো খাওয়াতে গেলে কামড়ে দেন হাত।
সেই মা একদিন ঠিক করেন বদমেজাজি ছেলের মেজাজ ঠিক করতে তিনি অফিসে যাবেন।
এরপর ছেলের অফিসে যোগ দিয়ে কর্মীদের বয়স্ক বাবা-মায়েদের জন্য তিনি তৈরি করেন একটি ডে কেয়ার সেন্টার। যা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মায়ের।
দীর্ঘ বিরতির পর কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি তাদের ‘আমার বস’ সিনেমায় রাখীকে ফিরিয়ে আনছেন। গেল বছর সিনেমার শুটিং হয়েছে। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি