দলটি নিজেদের এক দশক পূর্তি উপলক্ষে এই অ্যালবামটি মুক্তি দিচ্ছে মে মাসের ২৬ তারিখ।
Published : 27 Apr 2025, 10:49 AM
কোরিয়ার ছেলেদের ব্যান্ড 'সেভেন্টিন' তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'হ্যাপি বার্স্টডে' প্রকাশ করতে যাচ্ছে।
দলটি নিজেদের এক দশক পূর্তি উপলক্ষে এই অ্যালবামটি আনছে মে মাসের ২৬ তারিখ।
দশ বছর আগে এই দিনটিতেই যাত্রা শুরু করেছিল দলটি।
দ্য কোরিয়া টাইমস লিখেছে, সেভেন্টিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় তিন বছর পর ব্যান্ডটি নতুন একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। এর আগে ২০২২ সালে তারা 'ফেস দ্য সান' অ্যালবামটি প্রকাশ করেছিল।
সেভেন্টিনের ভক্তদের উদ্দেশ্যে এজেন্সি জানিয়েছে, দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।
১৩ সদস্যের এই ব্যান্ডটি শুধু অ্যালবামই নয়, তাদের জাপানি ভক্তদের জন্য বিশেষ মিট-অ্যান্ড-গ্রিট ইভেন্টও আয়োজন করেছে। যেটি ওসাকায় চলছে ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত; এছাড়া সাইতামায় চলবে ১০ মে থেকে ১১ মে পর্যন্ত ।
২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।