২০ এপ্রিল ‘কনক্লেভ’ দেখা হয়েছিল প্রায় ১.৮ মিলিয়ন মিনিট; আর ২১ এপ্রিল দিনশেষে ওই সংখ্যা দাঁড়িয়েছে ৬.৯ মিলিয়ন মিনিটে।
Published : 26 Apr 2025, 03:10 PM
রোমান ক্যাথলিক চার্চের নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কনক্লেভ’ সিনেমার দর্শক বেড়েছে হু হু করে।
অ্যামাজন প্রাইম ভিডিওসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে চলছে পরিচালক এডওয়ার্ড বার্জারের ‘কনক্লেভ; স্ট্রিমিং কনটেন্ট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লুমিনেট জানিয়েছে, ‘কনক্লেভ’ সিনেমাটির দর্শকসংখ্যা গেল ২১ এপ্রিলয়ে বেড়েছে ২৮৩%। ওইদিনই চিরবিদায় নেন ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর আগের দিন ২০ এপ্রিল ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি দেখা হয়েছিল প্রায় ১.৮ মিলিয়ন মিনিট; আর ২১ এপ্রিল দিনশেষে ওই সংখ্যা দাঁড়ায় ৬.৯ মিলিয়ন মিনিটে।
চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ছয় থেকে সাতটি সিনেমার মধ্যে আলোচিত একটি চলচ্চিত্র ‘কনক্লেভ’। রোমান ক্যাথলিক চার্চের নেতা পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া ঘিরে নানা ঘটনা নিয়ে এই সিনেমার চিত্রনাট্যে তৈরি হয়েছে। তাতে উঠে এসেছে ক্যাথলিক চার্চের ভেতরের জটিলতাও।
রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস 'কনক্লেভ' অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। পরিচালক এডওয়ার্ড বার্জারও তার সিনেমার নামটি রাখেন উপন্যাসের নামেই। 'কনক্লেভ' মুক্তি পায় গেল বছরের ২৯ নভেম্বর যুক্তরাজ্যে।
‘কনক্লেভ’ এবারে অস্কারের মঞ্চে ৮টি শাখায় মনোনয়ন পেলেও পুরস্কার জিতেছে কেবল ‘সেরা রূপান্তরিত চিত্রনাট্য’ শাখায়।
‘কনক্লেভে’ অভিনয় করেছেন রাফ ফাইঞ্জ, স্ট্যানলি টুচি, ইসাবেলা রোসেলিনিসহ অনেকে।
২০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ৭৬ দশমিক ৪ মিলিয়ন ডলারের ব্যবসা করে।
অস্কারে যাওয়ার আগে গোল্ডেন গ্লোব পুরস্কারে ‘কনক্লেভের’ জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন পিটার স্ট্রহেন। এবার বাফটায় সিনেমাটি জিতেছে সেরা সিনেমার পুরস্কার।
‘কনক্লেভ’ সিনেমার বাইরেও পোপ ফ্রান্সিসকে নিয়ে ‘পোপ ফ্রান্সিস: আ ম্যান অব হিজ ওয়ার্ড’, ‘দ্য টু পোপস’, ‘কল মি ফ্রান্সিস’সহ আরো কয়েকটি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে।