কান উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে প্রতিযোগিতা কবরবে আদনান আল রাজীবের সিনেমা 'আলী'।
Published : 26 Apr 2025, 08:54 PM
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’।
চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে প্রতিযোগিতা করবে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি।
এক বিজ্ঞপ্তিতে 'আলীর' মনোনয়ন পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক রাজীব; যিনি প্রায় দুই দশক ধরে বিজ্ঞাপন ও নাটক বানিয়েছেন।
গত বছরের নভেম্বরে সিলেটে হয়েছে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণ।
চিত্রানট্য নিয়ে রাজীব বলেন, "ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।"
স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
‘আলী’ সিনেমা কানে মনোনয়ন পাওয়ার বিষয়টি ‘তরুণদের অনুপ্রাণিত করবে’ বলে মনে করেন প্রযোজক তানভীর হোসেন।
তিনি বলেন, "স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এ ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ বা নবীন বড় ও অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা উৎসাহব্যঞ্জক ঘটনা বলেই মনে করি।"
নির্মাতা রাজীব ও প্রযোজক তানভীরের এবারের কান যাত্রা এখানেই শেষ নয়। ‘আলী’ সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। ‘ক্যাটালগ’ মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ‘ক্যাটালগ’। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে রাজীবের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল।
যার সহ প্রযোজক হিসেবে আছেন রাজীব ও তানভীর হোসেন। দুইটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়।