‘মানুষ চেনো না’ গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলনেতা সুমন কল্যাণ।
Published : 26 Apr 2025, 12:19 PM
সামাজিক অবক্ষয় ও মানবতার কথা দিয়ে নতুন গান বেঁধেছে ব্যান্ড ‘ক্ষ্যাপার দল'। গানের নাম ‘মানুষ চেনো না’।
গানটি স্টুডিও প্রোটিউনবিডি ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার থেকে শোনা যাচ্ছে।
‘মানুষ চেনো না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলনেতা সুমন কল্যাণ। গানটি সুরও করেছেন তিনি; কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি।
গানটি নিয়ে বিজ্ঞপ্তিতে কল্যাণ বলেছেন, ‘মানুষ চেনো না’ গানে যেমন সামাজিক অবক্ষয়ের কথা আছে, তেমনি প্রতিদিনের চালচিত্র ও মানবতার কথাও আছে।
কল্যাণ বলেছেন, গানটি বছর দেড়েক আগে তৈরি করা হয়েছিল।
“মানুষে মানুষে হানাহানি দেখে গানটি লেখা হয়েছিল। এখনও পরিস্থিতি তেমনই আছে। মানবতা খুন হচ্ছে, বেড়ে চলছে সহিংসতা। ধর্ম শান্তির কথা বললেও আমরা মেতে আছি বিনাশে। ওই জায়গা থেকে গানটি করা। আশা করি মানবতাবাদী ও শান্তি প্রত্যাশীদের ভালো লাগবে গানটি।"
তিন বছর আগে তিন সহযোদ্ধাকে নিয়ে ‘ক্ষ্যাপার দল’ ব্যান্ড গড়ে তোলেন কল্যাণ।
কল্যাণ ছাড়া ব্যান্ডের অন্য সদস্যরা হলেন মান্নান সোহেল (ড্রামস) এবং গিটারে আছে রাজীব ঘোষ ও দানেশ।