“সিটি করপোরেশনের সঙ্গে আপনারা স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে,” বলেন তিনি।
Published : 26 Apr 2025, 08:52 PM
ব্যাটারিচালিত রিকশা তৈরির কারখানা এবং চার্জ দেওয়ার জায়গাগুলোয় শিগগিরই অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।
এজন্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ডিএনসিসি কাজ শুরু করছে বলেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার ঢাকার মিরপুরের পল্লবীতে কয়েকটি সড়ক, ফুটপাত ও নর্দমার নির্মাণকাজ উদ্বোধনে গিয়ে এ কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
মোহাম্মদ এজাজ বলেন, ব্যাটারিচালিত রিকশা তৈরির কারখানা এবং চার্জ দেওয়ার জায়গাগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
“প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) ইতিমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দিব।”
নিজেদের এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার প্রবেশ ঠেকাতে বাড়ি মালিকদের সংগঠনগুলোর প্রতি অনুরোধ করেন মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, “আপনাদের আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে, সেই পরিকল্পনার বাইরে কিছু করতে দিয়েন না।
“আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দিবেন না। সিটি করপোরেশনের সঙ্গে আপনারা স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।”
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।