“বিকাল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।"
Published : 26 Apr 2025, 08:47 PM
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু করেছে মেট্রোরেল।
শনিবার বিকালের এ ঘটনায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজারো মানুষ।
সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
তিনি বলেন, “বিকাল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।”
মেট্রোরেল বন্ধ থাকার দুই ঘণ্টায় স্টেশনগুলোতে অনেক যাত্রী আটকা পড়েন। অনেক যাত্রী সামাজিক মাধ্যমে তাদের ভোগান্তির কথা তুলে ধরে বিভিন্ন মন্তব্য করেন।
দিহান জামান নামের এক যাত্রী লিখেছেন, “দীর্ঘক্ষণ ধরে আটকে আছি, কী কারণে ট্রেন চলছে না, বুঝতেছি না।”
সবশেষ গত ২৪ মার্চ ট্রেনে যান্ত্রিক ত্রুটির (পাওয়ার ফেইল) কারণে মেট্রোরেল আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়।
এর আগে গত ২৫ জানুয়ারি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ৪০ মিনিট এবং উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী পর্যন্ত অংশে ৫৫ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।