রাতে বাসায় ফিরতে ফিরতে প্রায় ১০টা বেজে যায়।
Published : 27 Apr 2025, 07:23 PM
সবাই মিলে লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচি, মামা-খালা আর কাজিনরা। যেন একটা ছোট মিছিল!
আমরা সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। লালবাগ কেল্লার বড় ফটকের ভেতর ঢুকেই মনে হল আমি এক ইতিহাসের ভেতর প্রবেশ করতে চলেছি।
ভেতরে প্রবেশের পর পুরোনো ইট-পাথরের দেয়াল, দরবার হলের দরজা আর করিডোর আমাকে মুগ্ধ করেছে। সেখানে পরিবারের সঙ্গে বসে গল্পগুজবেও মেতেছি কিছু সময়।
বিকেলে সবাই ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ি। তাই কাছের একটি রেস্তোরাঁয় খেতে যাই। আমরা বিরিয়ানি আর গরম কাবাব খেয়েছিলাম। খাবারগুলো বেশ সুস্বাদু ছিল।
রাতে বাসায় ফিরতে ফিরতে প্রায় ১০টা বেজে যায়। সারাদিন দারুণ আনন্দের পর সবাই তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম।
লালবাগ কেল্লায় ঘুরে আমার মনে হল ভ্রমণের জন্য এটি দারুণ এক জায়গা। এটি ঘুরে দেখলে মোগল আমলের অনেক ইতিহাসের সঙ্গে নিজেকে ভালোভাবে পরিচিত করা যায়। এছাড়া পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি ভালো স্থান।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।