এই নির্বাচনে ৫৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
Published : 26 Apr 2025, 05:59 PM
টাঙ্গাইলে নির্বাচনের মাধ্যমে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার জেলা শহরে শিশু একাডেমি প্রাঙ্গণে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
এই নির্বাচনে ৫৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে, এবং পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এনসিটিএফের স্বেচ্ছাসেবীরা। এতে সহযোগিতা করে ইয়েস বাংলাদেশের সদস্যরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে মাহমুদুল হাসান তানজীম। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আলাতুল ছামিরা ছিম্মি।
নবগঠিত কমিটির অন্যরা হচ্ছে- মনিষ সাহা কারন, সাধারণ সম্পাদক; সৈয়দা আদিবা, যুগ্ম সাধারণ সম্পাদক; বায়েজিদ হাসান, সাংগঠনিক সম্পাদক; মো: রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য; আদিবা খান অহনা, শিশু সংসদ সদস্য; তৌসিফ কবীর সাজিদ, শিশু গবেষক (ছেলে); মুমতাহীনা ইসলাম নাবা, শিশু গবেষক (মেয়ে); দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক (ছেলে); এবং জান্নাতুল ফেরদৌস তুবা, শিশু সাংবাদিক (মেয়ে)।
দায়িত্ব ভার গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি তানজীম তার বক্তব্যে বলে, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আপনাদের ভোটে আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। আমি জানি এই দায়িত্ব অনেক বড়, তবে আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: টাঙ্গাইল।