পাহাড়ের আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে বিদেশি আম চাষ করে সফল হয়েছেন খাগড়াছড়ি জেলা সদরের মারমা সম্প্রদায়ের কৃষক মংশিতু চৌধুরী। তার বাগানে বিদেশি বিভিন্ন প্রজাতির এক হাজারের বেশি গাছে এখন শোভা পাচ্ছে থোকা থোকা আম।