Published : 28 Apr 2025, 02:49 PM
জুলাই অভ্যুত্থানে ঢাকার উত্তরায় নিহত রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শহর মাইজদীর বালিংটন মোড়ে রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬) হামলার শিকার হয় বলে জানান সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের।
হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে ডাকা প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীরা বক্তব্য দেন।
জুলাই আন্দোলনে নিহত রিজভীর ছোট ভাই রিমন শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা রিমনের ওপর হামলা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।
রোববার বিকালে স্কুল থেকে বাসায় ফেরার পথে মাইজদী শহরের বালিংটন মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা রিমনকে ঘিরে ধরে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রিমন নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মৌলভী তোফাজ্জল হোসেনের বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তারা জেলা শহর মাইজদীর বালিংটন মোড়ে ভাড়া বাসায় থাকেন। তার বাবা জামাল উদ্দিন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
রিমনের মা ফরিদা ইয়াছমিন বলেন, “দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাইরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। তখন সে বিষয়টি বাবা, মা এবং স্কুলের শিক্ষকদের জানায়। পরে বিষয়টি মীমাংসা হয়।”
রিমনের কারণে বখাটেরা তার বন্ধুদের মারতে না পেরে তার ওপর হামলা হয়েছে বলে দাবি ফরিদা ইয়াছমিনের।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান পরিদর্শক (তদন্ত) আবু তাহের।
গত বছরের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রিমনের বড় ভাই রিজভী ঢাকার উত্তরা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
জুলাই অভ্যুত্থানে নিহত রিজভীর ছোট ভাইকে নোয়াখালীতে কুপিয়ে জখম