Published : 28 Apr 2025, 06:41 PM
‘দেশে কোনো জঙ্গি নেই, অতীতে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক হত’- ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
তার ভাষায়, “দেশে টোটালি কোনো জঙ্গি নেই- এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না।”
পুলিশ সপ্তাহের আগে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন বাহারুল আলম।
সেখানে এক সাংবাদিক বলেন, “সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আগে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো। আসলে আপনি কী মনে করেন; বাংলাদেশে কোনো জঙ্গি আছে কি না, বা জঙ্গিবাদের ঝুঁকি আছে কি না?”
জবাবে আইজিপি বলেন, “দেশে টোটালি কোনো জঙ্গি নেই- এরকম নিশ্চয়তা তো কেউ দিতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য দেশে অনেকগুলো অর্গানাইজেশন আছে। এর আগে অনেকেই জঙ্গিবাদের অভিযোগে অন্তরীণ হয়েছেন, অনেকে কারাভোগ করেছেন।
“২০০৫ এর দিকের জেএমবির ইতিহাস তো আমরা জানি। আমরা সজাগ আছি তাদের বিষয়টি নিয়ে, যারা এরকম কর্মকাণ্ডে যুক্ত। অন্তত এ নেটওয়ার্ক মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে, এটা আমরা বলতে পারি।”
গত ২৭ এপ্রিল দৈনিক সময়ের আলো পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “বাংলাদেশের মানুষ জঙ্গি হতে পারে না। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আছে কিছু চোর-ছিনতাইকারী। আগে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে জাহাজবাড়িসহ কয়েকটি ঘটনার আসল সত্য প্রকাশ পেয়েছে। অন্য ঘটনাগুলোরও আসল সত্য সামনে আসবে বলে বিশ্বাস করি। সুতরাং বর্তমানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে দেশে কোনো ঝুঁকি নেই। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এটি সবসময় বজায় থাকবে বলে মনে করি।”
আরও পড়ুন-