Published : 28 Apr 2025, 06:44 PM
বনানীতে মোটরসাইকেল চালকদের ওপর ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়ামাহা বলেছে, “গেল ২১ এপ্রিল রাজধানীর বনানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হাতে নিরীহ মোটরসাইকেল চালকদের উপর সংঘটিত ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।”
ঢাকার নানা প্রান্ত থেকে আসা বাইকার কমিউনিটির সদস্যসহ চাকরীজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ বাইকাররা এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
‘সহিংসতা নয়, নিরাপদ সড়ক চাই’, বাইকারদের সম্মান নিশ্চিত কর’, ‘আইনের শাসন চাই’–ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানবন্ধনে দাঁড়ান অংশগ্রহণকারীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মানিক মিয়া এভিনিউসহ দেশের বিভিন্ন জেলা শহরে এই মানববন্ধন হয়। সেই সঙ্গে বিভিন্ন ক্লাবের একটি প্রতিনিধি দল লিখিত স্মারকিলিপি প্রদান করে পুলিশের কাছে।
স্মারকলিপিতে ২১ এপ্রিলের হামলার দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।