Published : 28 Apr 2025, 10:19 PM
বাগেরহাটের বন বিভাগের তিন কর্মকর্তা ও তাদের স্ত্রীদের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব ও ১৩টি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।
অবরুদ্ধের আদেশের মুখে পড়া ছয়জন হলেন- বাগেরহাটের ষাট গম্বুজ বন বিভাগের এসএফএনটিসি ফরেস্টার চিন্ময় মধু , তার স্ত্রী লোপা রানি মণ্ডল, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ ও তার স্ত্রী আকলিমা আহমেদ এবং আরেক কর্মকর্তা হরিদাস মধু ও তার স্ত্রী দুলালী মধু।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুদকের পক্ষে ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ চেয়ে আবেদটিন করেন সংস্থার উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান।
অবরুদ্ধ হওয়া পাঁচটি ব্যাংক হিসাবই চিন্ময় মধু ও তার স্ত্রী লোপা রানি মণ্ডলের। বাকি চারজনের নামে রয়েছে সঞ্চয়পত্র। এর মধ্যে জিএম রফিকের নামে ৬টি, তার স্ত্রীর ৩টি, দুলালী মধুর নামে ২টি এবং হরিদাস মধু ও লোপা রানির নামে ১টি করে সঞ্চয় পত্র রয়েছে।