চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
Published : 27 Apr 2025, 05:25 PM
এক যুগ আগে সাভারে রানা প্লাজা ভবন ধসে সহস্রাধিক মানুষের হতাহতের ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি সূতার জবানবন্দী’ এসেছে চরকিতে। এছাড়া দুর্বৃত্তদের ষড়যন্ত্র আর বাঁচার লড়াইয়ের গল্প দেখাবে জাপানি থ্রিলার সিনেমা ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’।
যুদ্ধ ও বিদ্রোহের আবহে স্টার ওয়ার্স সিরিজের ‘অ্যানডোর সিজন টু’ ও ফিরেছে নতুন কাহীনিতে।
পাশাপাশি হীরা চুরির গল্প নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডি অভিনেতা সাইফ আলী খানের ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’।
চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ‘একটি সূতার জবানবন্দী’
‘একটি সূতার জবানবন্দী’ নামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক কামার আহমাদ সাইমন। এটি তিনি বানিয়েছেন অন্তত এক দশক আছে।
এই প্রামাণ্যচিত্রে রানা প্লাজা ট্র্যাজেডি এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন পোশাকশিল্প নেত্রী নাজমা আক্তার, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, চিত্রশিল্পী দিলারা বেগম জলি এবং অর্থনীতিবিদ ও অধ্যাপক এম এম আকাশ।
চরকিতে বৃহস্পতিবার থেকে চলছে ‘একটি সূতার জবানবন্দী’।
ট্রেন দুর্ঘটনার গল্পে ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’
শিনজি হিগুচি পরিচালিত ‘বুলেট ট্রেন এক্সপ্লোশন’ জাপানি অ্যাকশন থ্রিলার সিনেমা। এটি ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বুলেট ট্রেন’ সিনেমার রিমেক এটি।
চিত্রনাট্যে দেখানো হয়েছে সরকারের কাছ থেকে টাকা আদায়ের জন্য দুর্বৃত্তদের একটি দল জাপানি বুলেট ট্রেনে বোমা বেঁধে রাখে। ট্রেনের গতি ১০০ কিমি/ঘণ্টার নিচে নামলেই ঘটবে বিস্ফোরণ।
ট্রেনটি যখন দ্রুতগতিতে এগিয়ে যায়, ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা যাত্রীদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে।
শেষ পর্যন্ত তাদের জীবনে কী পরিণতি নেমে আসে সেই গল্পই উঠে এসেছে সিনেমায়। এতে অভিনয় করেছেন শুয়ুশি কুসানাগি, কানাতা হোসোদা, নন, জুন কানামি। নেটফ্লিক্সে গত বুধবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।
যুদ্ধ ও বিদ্রোহের গল্পে ‘অ্যানডোর সিজন টু’
জিও হটস্টারে দেখা যাচ্ছে ‘অ্যানডোর সিজন টু’ সিরিজ। ২০২২ সালে মুক্তির পর সাড়া ফেলে 'অ্যানডোর: আ স্টার ওয়ারস স্টোরি'। ২২ এপ্রিল মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম তিন পর্ব।
ক্যাসিয়ান অ্যান্ডরকে নিয়ে তৈরি হওয়া এই সিরিজে অ্যান্ডরের বিদ্রোহে যুক্ত হওয়ার পথ এবং প্রতিরোধ গড়ে তোলার গল্প বলা হবে।
যুদ্ধে বিদ্রোহী জোটের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে অ্যান্ডর। সিরিজে আছে রহস্য ও অ্যাকশনের মিশ্রণ।
এবারের পর্বগুলো পরিচালনা করেছেন অ্যারিয়েল ক্লেইম্যান, জানাস মেটৎজ ও আলোনসো রুইজপালাসিওস।
সাইফের ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’
নেটফ্লিক্সে শুক্রবার থেকে দেখা যাচ্ছে বহুমূল্য এক হীরা চুরির গল্পের হিন্দি সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’।
হীরা চুরি করতে রেহান নামের একজনকে ভাড়া করে এক গ্যাংস্টার। হীরা চুরি করতে পারলেই রেহান পাবেন প্রায় আড়াইশো কোটি টাকা।
চুরি নিয়ে অনেক পরিকল্পনা, ছদ্মবেশ ধারণ করেও সেই হীরা চুরি করা যায় কী না সেই গল্পই দেখা যাবে সিনেমায়।
কোকি গুলাতি ও রুবি গাড়েওয়াল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী খান, নিকিতা দত্ত, কুনাল কাপুর।