বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে পিচঢালা সড়ক। কিছুটা দূরেই দেয়ালের মত দাঁড়িয়ে সবুজ পাহাড়, গাছপালা। আর পাহাড়ের ঢাল থেকে নেমে আসা সমান্তরাল ভূমিতে অল্প অল্প দূরত্বে ইট-পাথরের ভবন, যার চারপাশ ঘিরেই চলে চাষাবাদ। প্রকৃতি আর মানুষের মিশেলে অনন্য এ সৌন্দর্য চোখ জুড়াবে যে কারও। খাগড়াছড়ি জেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরের পানখাইয়া পাড়া ও আপা পেরাছড়াকে যুক্ত করা এ জায়গাটির নাম ‘নিউজিল্যান্ড পাড়া’।