Published : 28 Apr 2025, 06:37 PM
মস্কোর পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে গোপন এক রাশিয়ান স্যাটেলাইট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর কক্ষপথের আশপাশে ঘুরছে বলে ধারণা বিশ্লেষকদের।
২০২২ সালে ইউক্রেইনে আক্রমণের তিন সপ্তাহ আগে রাশিয়া তাদের মহাকাশ বন্দর ‘প্লেসেটস্ক কসমোড্রোম’ থেকে উৎক্ষেপণ করে ‘কসমস ২৫৫৩’ নামের স্যাটেলাইটটিকে।
পৃথিবীর কক্ষপথে থাকাকালীন সমস্যার মুখে পড়ায় এটি আর কার্যকর নেই বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
আবহাওয়ার পূর্বাভাসের ‘ডপলার রেডার’ ও মহাকাশট্র্যাকিং কোম্পানি ‘লিওল্যাবস’-এর তথ্য বলছে, ২০২৪ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে টালমাটাল অবস্থায় রয়েছে স্যাটেলাইটটি।
বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে এই স্যাটেলাইট।
এদিকে, ‘কসমস ২৫৫৩’ স্যাটেলাইটটিকে “বিকিরণ ও ভারী চার্জওয়ালা কণার প্রভাবের অধীনে পরীক্ষার জন্য নতুন উন্নত যন্ত্র ও সিস্টেম দিয়ে সাজানো এক প্রযুক্তিগত মহাকাশযান” হিসাবে বর্ণনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ বা সিএসআইএস-এর ২৫ এপ্রিল প্রকাশ পাওয়া ‘স্পেস থ্রেট অ্যাসেসমেন্ট’ প্রতিবেদন অনুসারে, স্যাটেলাইটটি সম্ভবত একটি ‘ডামি ওয়ারহেড’ বহন করছে।
সিএসআইএস-এর প্রতিবেদনে আরও উঠে এসেছে, “স্যাটেলাইটটি যদি নতুন কোনো প্রযুক্তি নিয়ে পরীক্ষা করে থাকে তবে পৃথিবীর দুর্গম কক্ষপথে বসানো হতে পারে এটিকে। কারণ, এর ফলে অন্যান্য স্যাটেলাইটের ওপর এর প্রভাব ফেলার ঝুঁকি কম এবং অন্য স্যাটেলাইটের মাধ্যমে এটিকে পর্যবেক্ষণ করাও কঠিন।”
মার্কিন কর্মকর্তারা বলেছেন, পৃথিবী থেকে দুই হাজার কিলোমিটার উঁচুতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হলে এর প্রভাব হবে ‘নির্বিচার’ এবং কম করে হলেও এক বছরের জন্য অকেজো হয়ে পড়বে পৃথিবীর নিম্ন কক্ষপথ।
রুশ স্যাটেলাইটটির একটি সম্ভাব্য টার্গেট হতে পারে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্ক, যা যোগাযোগ ও কার্যক্রম সমন্বয় করতে ব্যবহার করে ইউক্রেইনের সামরিক বাহিনী।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও স্থিতিশীলতা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ম্যালরি স্টুয়ার্ট গত বছর বলেছিলেন, এরইমধ্যে পৃথিবীর কক্ষপথে একটি পরমাণু অস্ত্রবাহী স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া।
মে মাসে ‘সিএসআইএস’-এর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে নিজেদের পাল্টা মহাকাশ কর্মসূচিতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে পারে রাশিয়া।”
“রুশ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথের এমন এক অঞ্চলে রয়েছে যে অঞ্চলটি অন্য কোনও মহাকাশযান ব্যবহার করে না। এ বিষয়টি কিছুটা অস্বাভাবিক এবং পৃথিবীর স্বাভাবিক নিম্ন কক্ষপথের চেয়ে খানিকটা উঁচু অঞ্চলে রয়েছে এটি। তবে তা রাশিয়ার বর্ণনা করা বিকিরণ ও ভারী চার্জওয়ালা কণার পরীক্ষার জন্য যথেষ্ট উচ্চতর বিকিরণের পরিবেশ নয়।”
২০২৪ সালের এপ্রিলে ১৯৬৭ সালের মহাকাশ চুক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভিটো দেয় রাশিয়া, যে প্রস্তাবে মহাকাশে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছিল জাতিসংঘ।
মস্কোর দাবি, জাতিসংঘের এমন প্রস্তাবে অন্যান্য অস্ত্র মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় ভিটো দিয়েছে তারা।