স্প্যানিশ ফুটবল
Published : 28 Apr 2025, 09:53 PM
রেয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালের আগে লামিনে ইয়ামালকে চুলের স্টাইল বদলাতে পরামর্শ দিয়েছিলেন ভয়চেখ স্ট্যান্সনি। কিন্তু তার কথা শোনেননি বার্সেলোনার তরুণ সেনসেশন।
সেভিয়ায় গত শনিবার রোমাঞ্চ-উত্তেজনায় ভরা ম্যাচে রেয়ালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করে তারা ৩২তম ট্রফি জিতে।
ম্যাচটিতে ইয়ামালকে দেখা যায় ভিন্ন চেহারায়। চুলে রঙ করে খেলতে নামেন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। যা নজর কাড়ে সবার।
ইয়ামালের নতুন এই চেহারার পেছনের গল্প স্ট্যান্সনির কাছে জানতে চায় টিভিপি স্পোর্টস। কারণ খোলসা না করে তার দেওয়া পরামর্শের কথা বলেন ৩৫ বছর বয়সী পোলিশ গোলরক্ষক।
“না, আমাকে এসব জিজ্ঞাসা করবেন না…কিছু জানতে চাইবেন না। কারণ কিছু বললে আগামীকাল আমি স্প্যানিশ গণমাধ্যমের শিরোনামে থাকব।”
“তবে আমি এটা বলতে পারি, (শুক্রবার) আমাদের হোটেলে একজন হেয়ারড্রেসার এসেছিল, যারা চুলের স্টাইল পরিবর্তন করতে চায় তাদের জন্য। আমি তাকে (ইয়ামাল) বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা (চুলের রঙ) পরিবর্তন করতে এবং মাথা ন্যাড়া করে ফেলতে, কিন্তু সে শোনেনি।”
রেয়ালের বিপক্ষে দলের জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। পেদ্রি ও ফেররান তরেসের গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর স্ট্যান্সনিও এদিন পোস্টের নিচে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের কয়েকটি ভালো সুযোগ রুখে দিয়েছিলেন তিনি।