স্প্যানিশ ফুটবল
Published : 27 Apr 2025, 04:56 PM
কোপা দেল রে ফাইনালের শেষ দিকে রেফারির দিকে বস্তু ছুড়ে মারার জন্য বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার মতো সরাসরি লাল কার্ড পাওয়া দলটির আরও খেলোয়াড় লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যামও পেতে পারেন শাস্তি।
সেভিয়ায় শনিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারে রেয়াল মাদ্রিদ। নির্ধারিত নব্বই মিনিটে ২-২ সমতার পর অতিরিক্ত সময়ের শেষ দিকে জুল কুন্দের গোল গড়ে দেয় ব্যবধান।
শেষ মুহূর্তে এমবাপের বিরুদ্ধে একটি ফাউল ধরায় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ওপর ক্ষুব্ধ হন রুডিগার ও তার সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বস্তুটি ছিল বরফের টুকরো।
অমন আচরণের জন্য রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। তারপরও রাগে ফুঁসছিলেন এই জার্মান ডিফেন্ডার। তাকে মাঠের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাতে অনেক বেগে পেতে হয় রেয়াল মাদ্রিদের স্টাফদের।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আচরণবিধি অনুযায়ী, ১০১ ধারায় শাস্তি পেলে চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার। এই ধারায় রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতার’ কথা বলা হয়েছে।
সেক্ষেত্রে স্পেনের ঘরোয়া ফুটবলের বাকি মৌসুমে হয়তো তাকে আর পাবে না রেয়াল মাদ্রিদ। লা লিগায় এখনও বাকি পাঁচ রাউন্ড।
আর যদি তার আচরণ আরও গুরুতর বলে বিবেচিত হয় এবং ১০৪ ধারায় শাস্তি দেওয়া হয়, তাহলে তিন থেকে ছয় মাস নিষিদ্ধ হতে পারেন রুডিগার। রেফারিকে ‘শারীরিক আক্রমণের’ কথা বলা হয়েছে এই ধারায়।
রুডিগারের তুলনায় ভাসকেস ও বেলিংহ্যামের শাস্তি কম হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেফারি তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন যে, তার সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠের কয়েক মিটার পর্যন্ত প্রবেশ করার, মতবিরোধের অঙ্গভঙ্গি করার জন্য লাল কার্ড দেখানো হয়েছে ভাসকেসকে। আর আক্রমণাত্মক মনোভাব নিয়ে রেফারির দিকে এগিয়ে যাওয়ার জন্য লাল কার্ড দেখানো হয়েছে বেলিংহ্যামকে।
দুই থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই দুজন।