কোপা দেল রে
বার্সেলোনার শেষ দুটি গোল হৃদয় ভেঙে দিয়েছে রিয়াল মাদ্রিদ কোচের।
Published : 27 Apr 2025, 03:13 PM
জুল কুন্দের শেষ সময়ের গোলের পর কার্লো আনচেলত্তির চেহারাই বলে দিচ্ছিল সব। স্থানুর মতো নিশ্চল হয়ে গিয়েছিলেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। তার চেহারায় স্পষ্ট হয়ে ওঠেছিল উদ্বেগ, সময় যে বেশি নেই। রেয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অসংখ্য সফল অধ্যায়ের পেছনের নায়কের এবার হলো উল্টো অভিজ্ঞতা। ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যাওয়ার পর জিততে পারল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এতে যেন পুরো ভেঙে পড়লেন দলটির কোচ আনচেলত্তি।
কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রেয়াল। শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউরোপের সফলতম দলটি।
সাধারণত এই পর্যায় থেকে হারে না রেয়াল। কিন্তু বারবার দিক পাল্টানো ম্যাচের নাটকীয়তায় চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেল তারা।
৮৪তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা ফেরান ফেররান তরেস। অতিরিক্তি সময়ে সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময়ে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন কুন্দে। ১১৬তম মিনিটে পিছিয়ে পড়ার আর হার এড়াতে পারেনি রেয়াল।
চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে এটি রেয়ালের তৃতীয় পরাজয়। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলটির কোচ আনচেলত্তি বললেন, এই ম্যাচে হার এড়ানো সম্ভব ছিল।
“আমরা জয়ের খুব কাছে ছিলাম এবং একদম শেষে অদ্ভূত এক গোল হজম করলাম… ডিফেন্সের পেছনে একটা বল পেল… তবে বার্সার বিপক্ষে এটা হতেই পারে।”
“আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, আমরা জয়ের কাছে চলে এসেছিলাম… দ্বিতীয়ার্ধ খুব ভালো ছিল, তবে এটাই ফুটবল। ম্যাচ ভারসাম্যপূর্ণ ছিল। প্রথমার্ধে বার্সা ভালো ছিল, দ্বিতীয়ার্ধে আমরা।”
এগিয়ে গিয়েও জিততে না পারার দায় খেলোয়াড়দের দিচ্ছেন না আনচেলত্তি। কাঠগড়ায় তুলছেন না বার্সেলোনার শেষ দুটি গোলে গড়বড় করে ফেলা ফুটবলারদের।
“প্রবল লড়াই করেছে এমন একটি দল সম্পর্কে খারাপ কিছু বলার নেই। আমরা খুব ভালোভাবে লড়াই করেছি। যদি আমরা জিততাম সেটা অস্বাভাবিক কিছু হতো না। শেষ দিকে চমকে যাওয়ার আগ পর্যন্ত আমরা দারুণ খেলছিলাম…।”