স্প্যানিশ ফুটবল
নগর প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের তীর্যক ভাষায় সমালোচনা করে আতলেতিকো মাদ্রিদ বলেছে, ‘যথেষ্ট হয়েছে।’
Published : 26 Apr 2025, 03:42 PM
রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের কোচ-খেলোয়াড়দের ধারাবাহিক আপত্তিকর মন্তব্য, রেফারিদের সমালোচনা করে রেয়াল মাদ্রিদ টিভির নানা ভিডিও প্রচার এবং তাতে ক্ষিপ্ত হয়ে সবশেষ শুক্রবার রেফারিদের পাল্টা আক্রমণাত্মক বিবৃতি নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এবার মুখ খুলেছে আতলেতিকো মাদ্রিদ। তীর্যক ভাষায় নগর প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে তারা বলেছে, ‘যথেষ্ট হয়েছে।’
ম্যাচে রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সমালোচনা করে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি। তাদের বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়, আসছে কোপা দেল রে ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ক্যারিয়ারজুড়ে করা একাধিক ভুল।
আরএমটিভির সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে শুক্রবার সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দে বুর্গোস। একই সংবাদ সম্মেলনে ফাইনালের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ‘ব্যবস্থা নেবেন’ তারা।
এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে আগে থেকেই স্প্যানিশ ফুটবলের রেফারিং নিয়ে প্রবলভাবে আপত্তি জানিয়ে আসা রেয়াল মাদ্রিদ।
এই দুজনকে ফাইনাল থেকে অপসারণের জন্য আরএফইএফের কাছে অনুরোধ জানায় রেয়াল। তবে কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দেয় ফেডারেশন।
এরপরই ম্যাচের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, কোচদের ফটোসেশন, ক্লাব প্রেসিডেন্টদের ডিনার বর্জন করে রেয়াল।
রেফারিং এবং আরও অনেক বিষয় নিয়ে আগেও অনেকবার মুখোমুখি অবস্থানে দেখা গেছে রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে। এই ঘটনাতেও লাল-সাদারা চুপ থাকেনি। স্থানীয় সময় ফাইনালের দিন প্রথম প্রহরে এক্সে ‘স্টপ রেফারি হ্যরাসমেন্ট নাও’ হ্যাশট্যাগ দিয়ে আতলেতিকো লিখেছে, “এটা অসহনীয় হয়ে উঠেছে। স্প্যানিশ ফুটবলের ইমেজকে যথেষ্ট কলুষিত করা হয়েছে।”
রেফারিদের বিরুদ্ধে রেয়ালের অভিযোগ নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা।
তাদের এইসব অভিযোগ অবশ্য কখনোই সেভাবে আমলে নেয়নি স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। বার্সেলোনা-আতলেতিকোসহ লা লিগার প্রায় সব দলও রেয়াল মাদ্রিদের আচরণের সমালোচনা করে আসছে।
পুরো বিষয়টি এখনও আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। আতলেতিকোর মতো অনেকের ভাষায় ‘ফাইনাল হয়ে উঠেছে কলুষিত।’
তবে এদিনই একটা আশার আলো দেখা দিয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ‘চাওয়া পূরণ’ না হলে ম্যাচটা বয়কট করতে পারে রেয়াল মাদ্রিদ। তবে ক্লাবটি শনিবার জানিয়েছে যে, ফাইনাল বয়কটের কোনো ভাবনা তাদের নেই।